এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজকের দিনে অনলাইন প্রতারণার কালো ছায়া ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। মূলত প্রবীণ নাগরিকদের সুযোগ নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাদের সঞ্চিত সমস্ত অর্থ লুটে নিচ্ছে এই প্রতারকরা।
আরও পড়ুন - মোহনবাগানে কি আসছেন জেসন কামিংস? জানুন সত্য
এবার এরকমই প্রতারণার ফাঁদে পড়ে বিপদে ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুব্রত ভট্টাচার্য। জানা গিয়েছে, প্রায় ১৭ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একপ্রকার উধাও হয়ে গিয়েছে।
যা খবর, পার্ক স্ট্রিটের এক বেসরকারি ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট রয়েছে সুব্রত ভট্টাচার্যের। পাঁচ-ছয়দিন আগে টাকা তোলার মেসেজ পান মোবাইলে। তারপর ব্যাঙ্কে খোঁজ করতে গিয়ে দেখেন প্রায় ১৭ লক্ষ টাকা হাপিশ হয়ে গিয়েছে।
ব্যাঙ্কের পরামর্শ মেনে প্রথমে পার্ক স্ট্রিট থানা, তারপর বাড়ির কাছের গলফগ্রিন থানায় এফআইআর দায়ের করেন সুব্রত ভট্টাচার্য। এর ফলে বেশ হতাশ কিংবদন্তি এই ডিফেন্ডার, নিজের সঞ্চিত অর্থ ফেরত পাওয়ার আশায় রয়েছেন এই দিকপাল ফুটবলার।