ডায়মন্ড লিগে খেতাব হাতছাড়া নীরজ চোপড়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ডায়মন্ড লিগে খেতাব হাতছাড়া হল নীরজ চোপড়ার। অল্পের জন্য দ্বিতীয় হলেন তিনি। এই নিয়ে পরপর দুটি ডায়মন্ড লিগে রুপো জিতলেন নীরজ। সোনা জিতে নিলেন চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেচ। ভারতীয় তারকা জ্যাভলিন নিক্ষেপকারীকে পিছনে ফেললেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেই। সর্বোচ্চ ৮৪.২৪ মিটার জ্যাভেলিন ছুড়ে সোনা জেতেন ভাদলেচ।
আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে কি হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ?
এদিন নীরজের শুরুটাই ভাল হয়নি। নীজের প্রথম থ্রো বিফলে যায়। দ্বিতীয় থ্রো-তে নীরজ ৮৩.৮০ মিটার জ্যাভেলিন ছোড়েন। তৃতীয় থ্রোতে ৮১.৩৭, চতুর্থ থ্রো ফাউল, পঞ্চম ও ষষ্ঠ থ্রোতে ৮০.৭৪ ও ৮০.৯০ মিটারের বেশি জ্যাভেলিন ছুড়তে পারেননি নীরজ চোপড়া।
অপরদিকে জ্যাকুব ভাদলেচ প্রথম থ্রোতে ৮৪.০১ আবার শেষ থ্রো-তে তা ছাপিয়ে গিয়ে ৮৪.২৪ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোড়েন। এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগ জিতলেন চেক প্রজাতন্ত্রের তারকা।