সোনাজয়ী থ্রোতেও সন্তুষ্ট নন নীরাজ, আরও ভালো করার আশ্বাস দিলেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনা জিতেছেন ভারতের নীরাজ চোপড়া। সেই জয়ের পর অনলাইনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন নীরাজ।
আরও পড়ুন - দেশের পতাকা না থাকা পাকিস্তানের আর্শাদ নাদিমকে ভারতের পতাকায় মোড়ালেন নীরাজ চোপড়া
নীরাজই কি জ্যাভেলিন থ্রোয়ের ইভেন্টের সর্বকালের সেরা? এর উত্তরে সামান্য লজ্জিত হয়েই হেসে নীরাজ জবাব দেন, "আমি বলব না আমি সর্বকালের সেরা। আমায় আরও উন্নতি করতে হবে। জ্যাভেলিনের কথা বললে সর্বকালের সেরা হলেন জান জেলেজনি (চেক প্রজাতন্ত্রের অ্যাথলিট)।"
এরপর এই ফাইনাল নিয়ে নীরাজ বলেছেন, "মূল বিষয় হল আমার মধ্যে অনেক থ্রো বাকি রয়েছে এবং কথায় রয়েছে যে থ্রোয়ারদের কোনও সীমা নেই। তাই আমি নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এই অনুপ্রেরণাতেই একজন অনেক পদক জিততে পারে। পদক জেতা মানেই সব কিছু অর্জন করে নেওয়া নয়। এখনও অনেক অ্যাথলিট রয়েছে যারা অনেক পদক জিতেছে। তাই আমি আরও পরিশ্রম করে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাব।"
আরও পড়ুন - নীরজের সোনার হাতে ভর করেই জ্যাভলিন থ্রোয়ে সোনা ভারতের
এরপর নীরাজ বলেন, "যদি প্রতিপক্ষেরা ভালো করে, তখন নিজেকে আরও ভালো করতে হবে। তবে দ্বিতীয় থ্রোয়ের পর আমার মনে হয়েছিল আমায় আরও ভালো করতে হবে। আমার মনে হয়েছিল এর থেকে ভালো থ্রো করতে পারব। কিন্তু তখন চাপ ছিল। বিশ্রাম নেওয়ার সময় ছিল মাত্র এক দিন, সেটা বড় বিষয়। কখনও কখনও চাপ ছিল, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি শেষ থ্রোটা ভালো করতে পারব। এটাই আমায় অনুপ্রাণিত করে।"
শেষে বুদাপেস্টে উপস্থিত দর্শকদের উন্মাদনা নিয়ে নীরাজ বলেছেন, "খুবই স্পেশ্যাল মুহুর্ত ছিল সেটি। এটাই কমতি ছিল টোকিওতে। এখানে আদিল স্যারও ছিলেন (অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া সভাপতি)। প্রচুর দর্শক ছিল। ভারতীয়রা জয় হিন্দের স্লোগান দিচ্ছিলেন। এত মানুষ সমর্থন করতে এসেছিলেন এবং অ্যাথলেটিক্স দেখতে এসেছিলেন, খুব ভালো লাগছে।"