ফের দেশের নাম উজ্জ্বল করলেন নীরাজ চোপড়া, জিতলেন ডায়মন্ড লিগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার রাতে ভারতকে আবারও বিশ্বসেরা করলেন জ্যাভেলিন থ্রোয়ার নীরাজ চোপড়া। আবারও জিতে নিলেন লসেন ডায়মন্ড লিগ। পঞ্চম রাউন্ডে ৮৭.৬৬ মিটার ছুঁড়ে ডায়মন্ড লিগ জিতলেন নীরাজ। এর জেরে চলতি বছরে দ্বিতীয়বার ডায়মন্ড লিগ জিতলেন তিনি।
আরও পড়ুন - ইংরেজিতে কথা বলার দক্ষতা নিয়ে সাংবাদিকের প্রশ্নের সোজাসাপটা জবাব দিলেন নীরাজ চোপড়া
শুধু জিতলেনই না, জ্যাভেলিন থ্রোতে নিজের ছাপ তৈরি করলেন নীরাজ। লসেনে এই থ্রোয়ে শুধু তিনি নিজের নিকটতম প্রতিপক্ষ, জার্মানির জুলিয়ান ওয়েবের (৮৭.০৩ মিটার)-কে টপকালেন না, বরং বর্তমানে বিশ্বের সেরা ইয়াকুব ভাডলেচ, যিনি সর্বোচ্চ ৮৬.১৩ মিটার ছুঁড়েছেন, টপকেছেন তাকেও।
পরপর বিশ্বমঞ্চে খেতাব জয়ের ফলে জ্যাভেলিন থ্রোয়ে নিজেকে সেরার জায়গায় নিয়ে যাচ্ছেন অলিম্পিকে স্বর্ণপদকজয়ী নীরাজ চোপড়া।