দেশের পতাকা না থাকা পাকিস্তানের আর্শাদ নাদিমকে ভারতের পতাকায় মোড়ালেন নীরাজ চোপড়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক জেতেন ভারতের নীরাজ চোপড়া। দুর্দান্ত এক লড়াইয়ে পাকিস্তানের আর্শাদ নাদিমকে পরাস্ত করে ৮৮.১৭ মিটার ছুঁড়ে প্রথম স্থান অর্জন করেন নীরাজ।
আরও পড়ুন - নীরজের সোনার হাতে ভর করেই জ্যাভলিন থ্রোয়ে সোনা ভারতের
কিন্তু সেই ইভেন্টের পর রুপোজয়ী আর্শাদের সাথে এমন কাজ করলেন নীরাজ, যা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। কূটনৈতিক ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক আদায়-কাঁচকলায়, সেখানে ভারতের নীরাজ ও পাকিস্তানের আর্শাদের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের ছবি ধরা পড়ল বুদাপেস্টে।
পদক জেতার পর, একে অপরকে আলিঙ্গন করেন নীরাজ ও নাদিম। এরপর পদকজয়ীদের নিজেদের পতাকা নিয়ে ছবি তুলতে হয়। সেই মত সোনাজয়ী নীরাজ ভারতের পতাকা নিয়ে এবং চেক প্রজাতন্ত্রের পতাকা নিয়ে ব্রোঞ্জজয়ী ইয়াকুব ভাদেজচ ছবি তোলার জন্য তৈরি হন। কিন্তু রুপো জয়ী আর্শাদ নাদিমের কাছে ছিল না পাকিস্তানের পতাকা।
আরও পড়ুন - বড় বাজেটের ডুরান্ড ম্যাচে বড় জয় মোহনবাগানের
এই সময়ে আর্শাদকে নিজের সাথে দাঁড় করিয়ে নেন নীরাজ, আর দুজনের পিছনে জ্বলজ্বল করছিল ভারতের পতাকা। আর এই মুহুর্তটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
সামনেই এশিয়া কাপ, ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল মুখোমুখি হবে এক দুর্ধর্ষ লড়াইয়ের জন্য। তার আগে নীরাজ ও নাদিম যে ভ্রাতৃত্বের ছবি দেখালেন, তা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে ভারত-পাকিস্তানের ইতিহাসে।