এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি সকলকে চমকে দিয়ে গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব ছেড়ে পুরোনো দল মুম্বই ইন্ডিয়ান্সে যোগদান করেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া। দলে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই মুম্বইয়ের অধিনায়কও হন তিনি। ৫ বারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মার বদলে তাকেই ভবিষ্যতের নেতা হিসাবে বেছে নেয় মুম্বই ম্যানেজমেন্ট। তবে যার জন্য এতো আয়োজন তিনিই যদি না খেলতে পারেন আইপিএল?
আরও পড়ুন- প্রথম ভারতীয় ফুটবল ক্লাব হিসাবে দক্ষিণ আফ্রিকায় ম্যাচ খেলবে মহামেডান
খবর অনুযায়ী, গোড়ালির চোটের কারণে ২০২৪ আইপিএল থেকে ছিটকে যেতে পারেন হার্দিক। আসন্ন আফগানিস্তান টি-২০ সিরিজেও নেই তিনি।
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন হার্দিক পান্ডেয়া। সেই চোট এখনও ঠিক হয়নি। যে কারণেই আইপিএল খেলা নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়।
প্রসঙ্গত, হার্দিকের অধিনায়কত্বে গুজরাট পর পর দুইবার আইপিএল ফাইনাল খেলে। যার মধ্যে একবার চ্যাম্পিয়নও হয় গুজরাট টাইটান্স। অন্যদিকে গুজরাটের এই ফ্র্যাঞ্চাইজি দলে যোগদানের আগে ৭টি মরশুম হার্দিক মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে হার্দিকের এই চোট মুম্বই ইন্ডিয়ান্স দলের পাশাপাশি গোটা দেশের ক্রিকেট ভক্তদের চিন্তার কারণ হয়ে উঠেছে।