প্যারিস অলিম্পিকের টিকিট পেতে নতুন নিয়মের ফাঁদে পড়লেন ভারতীয় কুস্তিগিররা!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাম্প্রতিক সময়ে অলিম্পিক ক্রীড়ায় ভারতের সাফল্য ক্রমেই বাড়ছে। কিন্তু সম্প্রতি হাংঝৌ এশিয়ান গেমসে ভারতের কুস্তিগিরদের ব্যর্থতায় প্রশ্নচিহ্ন উঠেছিল। গত টোকিও অলিম্পিকেও সেরকম সাফল্য আনতে পারেননি ভারতীয় কুস্তিগিররা।
আরও পড়ুন -
আগামী বছর আরও এক অলিম্পিক, আর এই সংস্করণে ভারতীয় কুস্তিগিরদের সাফল্যের জন্য কঠোর ব্যবস্থা নিল সর্বভারতীয় কুস্তি সংস্থা। নতুন নিয়মের মাধ্যমে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র দেওয়া হবে ভারতীয় কুস্তিগিরদের।
আগের নিয়ম অনুযায়ী, অলিম্পিকের কোটাজয়ী কুস্তিগীররাই সাধারণত অলিম্পিকের টিকিট পেতেন। কিন্তু ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী, অলিম্পিকের আগে কোটাজয়ী কুস্তিগীরদের নির্বাচিত একজন চ্যালেঞ্জারের বিরুদ্ধে লড়তে হবে। সেই ম্যাচে জয়ী কুস্তিগীরকেই অলিম্পিকের ছাড়পত্র দেওয়া হবে।
আরও পড়ুন -
যা খবর, আগামী বছরের ১ জুন এই লড়াই হবে। তার আগে ৩১ মে-র মধ্যে চ্যালেঞ্জারের নাম ঘোষিত করতে হবে। এখনও অবধি, অলিম্পিক গেমসের ৫৩ কেজি বিভাগে কোটা জিতেছেন অন্তিম পাঙ্ঘাল। কিন্তু তাকে অলিম্পিকে খেলতে গেলে জিততে হবে চ্যালেঞ্জারের বিরুদ্ধে। যা সম্ভাবনা, অন্তিমের বিরুদ্ধে চ্যালেঞ্জার হতে পারেন ভিনেশ ফোগাট।
এখনও অবধি অন্তিমই একমাত্র প্যারিস গেমসের কোটাজয়ী ভারতীয় কুস্তিগির। এরপর আগামী এপ্রিল মাসে এশিয়ান অলিম্পিক যোগ্যতা অর্জন পর্ব এবং আগামী মে মাসে বিশ্ব অলিম্পিক যোগ্যতা অর্জন পর্ব থেকে ভারতীয় কুস্তিগীররা যোগ্যতা অর্জন করবেন। সব থেকে বেশি ১৭জন ভারতীয় কুস্তিগীর কোটা পেতে পারেন, যার মধ্যে ছয়টি কোটা পুরুষদের গ্রেকো রোমান বিভাগে, ছয়টি কোটা ফ্রিস্টাইল বিভাগে এবং পাঁচটি কোটা মহিলাদের জন্য।