মেসির দেওয়া উপহার শিশুদের জন্য বিপুল অর্থে বিক্রি করলেন নেইমার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বের বিষয় সবারই জানা। বার্সেলোনায় থাকাকালীন ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই মহাতারকার বন্ধুত্ব শুরু হয়।
এদিকে প্যারিস সেইন্ট জার্মেইনে পুনরায় এই জুটি এক সাথে হওয়ার পরেও সেই বন্ধুত্ব দেখা যায়। আর সেই কারণে বিদায়বেলায় মেসি নিজের উপহার তুলে দেন নেইমারের হাতে। কিন্তু অবাক করা বিষয়, নেইমার সেটি বিক্রি করে দিলেন!
পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলার পর লিওনেল মেসি ও সের্জিও র্যামোসকে তাদের জার্সি নম্বর নিয়ে বিশেষ স্মারক তুলে দেন সভাপতি নাসের এল খেলাইফি। সেই স্মারকটি নেইমারকে উপহার দেন মেসি।
আরও পড়ুন - কুয়েতের বিরুদ্ধে দলের সেরা তারকাকে ছাড়াই নামতে পারে ভারত
কিন্তু সেই উপহারটি নিলামে বিক্রি করেন নেইমার। আসলে ব্রাজিলে নেইমারের নিজের নামে ফাউন্ডেশন রয়েছে। সেই ফাউন্ডেশন থেকে বিভিন্ন সামাজিক কাজ করেন নেইমার, দুঃস্থ শিশুদের জন্য কাজ করেন তিনি। সেই ফাউন্ডেশনের জন্য মেসির পুরষ্কার নিলামে তুলেছিলেন নেইমার।
ফ্রান্সের সংবাদমাধ্যম লা প্যারিসিয়েনের রিপোর্ট অনুযায়ী, মেসির এই উপহার কেনেন ব্রাজিলের সংবাদকর্মী, ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো। ১ লক্ষ ৫৮ হাজার ইউরোতে এই স্মারকটি কেনেন কাসিমিরো।
ফলে মেসির উপহারকে দুঃস্থ শিশুদের স্বার্থেই কাজে লাগালেন নেইমার।