এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে মেলবোর্নে আটক থাকার সময় খাবারে সিসা ও পারদ দিয়ে ‘বিষপ্রয়োগ’ করা হয়েছিল, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তারকা টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ।
সাবেক বিশ্বের এক নম্বর টেনিস তারকার ভিসা বাতিল করা হয় এবং কোভিড ভ্যাকসিন নিতে অস্বীকার করায় শেষ পর্যন্ত তাকে দেশ থেকে বহিষ্কার করা হয়।
সেই সময় জকোভিচ একটি ডিটেনশন হোটেলে আটক ছিলেন এবং সেখানে থাকার সময় তিনি অস্ট্রেলিয়ায় থাকার জন্য একটি আইনি লড়াই চালান, তবে তা ব্যর্থ হয়।
জকোভিচ বলেন, "আমার কিছু স্বাস্থ্য সমস্যা হয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে মেলবোর্নের সেই হোটেলে আমাকে এমন কিছু খাবার খাওয়ানো হয়েছিল যা আমার শরীরকে বিষাক্ত করেছিল।" বৃহস্পতিবার জিকিউ ম্যাগাজিন-এ প্রকাশিত একটি দীর্ঘ সাক্ষাৎকারে জকোভিচ এমনই অভিযোগ তোলেন।
তিনি আরও বলেন, “সার্বিয়ায় ফিরে আসার পর আমি কিছু আবিষ্কার করেছিলাম। আমি এটা আগে কখনো প্রকাশ্যে বলিনি। আমি আবিষ্কার করি যে আমার শরীরে ভারী ধাতুর মাত্রা খুব বেশি ছিল। সিসা এবং পারদের মাত্রা খুবই বেশি ছিল।”
যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে তিনি বিশ্বাস করেন কি না তার খাবার বিষাক্ত ছিল, তখন সার্বিয়ান এই তারকা উত্তর দেন: “এটাই একমাত্র ব্যাখ্যা।”
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের একজন মুখপাত্র বলেছেন, ব্যক্তিগত গোপনীয়তার কারণে তারা পৃথক বিষয় নিয়ে মন্তব্য করতে পারবেন না।
তবে অস্ট্রেলিয়ার সরকার বলেছে, যেখানে তিনি ছিলেন সেই পার্ক হোটেলের সঙ্গে করা চুক্তি অনুযায়ী বন্দিদের জন্য প্রতিদিন তাজা, ব্যক্তিগতভাবে তৈরি করা খাবার সরবরাহ করা হয়।