ইস্পোর্টসে ভারতের জয়গান! বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনে জুড়ল এই ভারতীয় দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইন্ডোর বা আউটডোর - সকল ধরণের খেলায় ভারত ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করছে। তেমনই ইস্পোর্টসেও নিজেকে মেলে ধরছেন ভারতের গেমাররা। তবে এবার ইস্পোর্টস জগতে বিশেষ গরিমা অর্জন করল ভারতের জনপ্রিয় দল S8UL। আসন্ন ইস্পোর্টস বিশ্বকাপের আয়োজক ইস্পোর্টস বিশ্বকাপ ফাউন্ডেশনে জুড়ছে S8UL।
ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI) ও পোকেমন ইউনাইট, ভ্যালোরান্ট ও কল অফ ডিউটি মোবাইলে দাপটের সাথে খেলা S8UL। ভারতের সাথে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপেও নিজেদের বিস্তার ছড়িয়েছে S8UL।
এই নিয়ে S8UL এর সহ কর্ণধার ও চিফ এক্সেকিউটিভ অফিসার অনিমেশ 'থাগ' আগরওয়াল বলেছেন, "ইস্পোর্টস বিশ্বকাপ ২০২৫ এর ক্লাব পার্টনার হিসেবে নির্বাচিত হতে পারাটা শুধুমাত্র S8UL এর জন্য বড় কীর্তি নয়, এটি বিশ্বমঞ্চে ভারতীয় ইস্পোর্টসের জন্য গুরুত্বপূর্ণ মুহুর্ত।"
এবারের বিশ্বকাপ আয়োজিত হবে রিয়াধে। গত বারের বিশ্বকাপে ১৫০০ এর বেশি খেলোয়াড় ও ২০০ এর বেশি দল অংশ নিয়েছিল, যেখানে মোট পুরষ্কার মূল্যের পরিমাণ ছিল ৫০০ কোটি টাকা। গতবারের বিশ্বকাপের সম্প্রচার প্রায় ৫০০ মিলিয়ন দর্শকের কাছে পৌঁছেছিল, যার মধ্যে ১০.৫ মিলিয়ন দর্শক ছিল ভারত থেকেই।