সৌরভ গাঙ্গুলির অনুপ্রেরণা পায়েল নাগকে চেনেন? জানলে অনুপ্রাণিত হবে আপনিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত দুই দশক ধরে ভারতীয় ক্রীড়াবিদদের কাছে অনুপ্রেরণার অপর নাম সৌরভ গাঙ্গুলি। নিজের অক্লান্ত পরিশ্রম ও ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি বিশ্ব ক্রিকেট মঞ্চে ভারতকে নিয়ে গিয়েছেন অন্য মাত্রায়। কিন্তু সবার অনুপ্রেরণা সৌরভ গাঙ্গুলি সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছেন তাঁর অনুপ্রেরণার কথা৷ সৌরভ জানিয়েছেন, পায়েল নাগ তার কাছে অনুপ্রেরণা। কিন্তু কেন এমন কথা বললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক? কে পায়েল নাগ? চলুন চিনে নেওয়া যাক পায়েল নাগকে। অনুপ্রাণিত হবেন আপনিও।
পায়েল নাগ হলেন ভারতের প্রথম চার অঙ্গহীন অর্থাৎ হাত-পা হীন তীরন্দাজ। উড়িষ্যার বলঙ্গীর জেলার বাসিন্দা পায়েল ছোটবেলায় বৈদ্যুতিক দুর্ঘটনায় তার দুই হাত ও দুই পা হারান। কিন্তু জীবনে এত বড় ঝড় বয়ে যাওয়ার পরেও হার মানেননি পায়েল। শীতল দেবীর থেকে অনুপ্রাণিত পায়েল তীরন্দাজিকে বেছে নেন নতুন চ্যালেঞ্জ হিসাবে। প্যারিস প্যারালিম্পিক্সে সকলের নজর কেড়েছিলেন শীতল দেবী। দুই হাতহীন শীতল দেবী ভারতের সর্বকনিষ্ঠ প্যারালিম্পিক পদকজয়ী। শীতল দেবীর মতোই মাতা বৈষ্ণো দেব স্রাইন আর্চারি একাডেমিতে কুলদীপ ভেদওয়ান এবং অভিলাষা চৌধুরীর প্রশিক্ষণে প্যারা-আর্চারিতে নিজেকে প্রস্তুত করতে শুরু করেন পায়েল।
হাত-পা না থাকলেও, অসামান্য দক্ষতার সঙ্গে তীরন্দাজিতে নজির গড়লেন পায়েল। জয়পুরে আয়োজিত ষষ্ঠ জাতীয় প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে সকলকে চমকে দেন তিনি।
কিন্তু হাত-পা ছাড়া কীভাবে সম্ভব তীরন্দাজি? গোটা বিশ্বকে পায়েল শেখালেন ইচ্ছে থাকলে উপায় হয়। মুখ দিয়ে তীর ধরে শরীর পিছনের দিকে টানেন পায়েল এবং কাঁধে হালকা ঝাঁকুনি দিয়ে তীরটি লক্ষ্যমাত্রায় ছোঁড়েন। শুধু সোনা জয়ই নয়, নিজের অনুপ্রেরণা শীতল দেবিকে হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা পান পায়েল।
পায়েল নাগের এই লড়াই-ই সৌরভ গাঙ্গুলির অনুপ্রেরণা। ট্রেলব্লেজার কনক্লেভে পায়েলের সঙ্গে সাক্ষাৎ হয় বাংলার মহারাজের। এবং পায়েলের জীবন কাহিনী জেনে অনুপ্রাণিত হলেন নিজেও। সত্যি, পায়েলের এই লড়াই ভবিষ্যতে অনুপ্রেরণা যোগাবে আমাদের সবাইকে। জীবনে যত কঠিন সময়েই আসুক না কেন, অদম্য ইচ্ছেশক্তি এবং কঠোর পরিশ্রম মানুষকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যেতে পারে।
কনক্লেভে পায়েল আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে গিয়েছেন, আসন্ন এশিয়ান গেমস এবং প্যারা অলিম্পিক্সে তিনি দেশের হয়ে পদক জিতবেন। সৌরভ গাঙ্গুলির অনুপ্রেরণা, আমাদের সকলের অনুপ্রেরণা পায়েল নাগের সেই পদক জয়ের অপেক্ষাতেই থাকবো আমরা।