জুনিয়র বিশ্বকাপে নির্বাচিত অদ্রিয়ান কর্মকার, ৩৫,০০০ ফুট উচ্চতায় বিমানেই অভাবনীয় উদযাপন!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় শুটিংয়ের ইতিহাসে প্রখ্যাত শুটার জয়দীপ কর্মকারের অবদান সকলেরই জানা। ২০১২ অলিম্পিক্সে চতুর্থ স্থান অর্জন করা অর্জুন পুরস্কার প্রাপ্ত জয়দীপ কর্মকারের পথ অনুসরণ করেই তাঁর পুত্র অদ্রিয়ান কর্মকারও ভারতীয় শুটিং মহলে নিজের ছাপ ফেলতে সফল। জুনিয়র বিশ্বকাপে নির্বাচিত হয়েছেন অদ্রিয়ান। আর তার এই অসামান্য কৃতিত্বকে সম্মান জানাতেই কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়া ৭৭৫ বিমানের ক্যাপ্টেন মাঝ আকাশেই এক চমকপ্রদ ঘোষণা করেন।
মূলত অদ্রিয়ানের সাফল্য উদযাপন করতেই মাঝ আকাশে চমক দেন বিমানের ক্যাপ্টেন ও অন্যান্য কর্মীরা।
বিমানের সকল কর্মীরা অসাধারণ অভ্যর্থনা জানান উঠতি এই তারকা শুটারকে।
জয়দীপ কর্মকার শুটিং একডেমির অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করে জানানো হয় তাদের শুটারের পরিশ্রম যে সফলতা পাচ্ছে, তাতে তারা অত্যন্ত খুশি।