ভারতে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে এসে চরম বিপাকে পাকিস্তান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। কিন্তু ম্যাচের কয়েক ঘণ্টা আগেও যেন পাকিস্তান দলকে নিয়ে কাটেনি জটিলতা। মঙ্গলবার রাত ১.৩০ টা নাগাদ মুম্বই বিমান বন্দরে নামে পাকিস্তান ফুটবল দল। কিন্তু ভারতে নেমেই ফের সমস্যার মুখোমুখি হয় পাক দল।
মুম্বই থেকে বেঙ্গালুরু আসতে গিয়েই সমস্যার মুখে পড়ে পাকিস্তান ফুটবল দল। এক বিমানে ৩২ জনের বেঙ্গালুরুর টিকিট পাওয়া যায়নি। দুটি বিমানে ভাগাভাগি করে মুম্বই থেকে বেঙ্গালুরু যাওয়ার ব্যবস্থা করা হয় পাকিস্তানের ফুটবলারদের। কিন্তু সেখানেও বিপত্তি। গভীর রাতে বিমান বন্দরে পার্সপোর্ট বিভাগের আধিকারিক ছিলেন না।তার উপর ভিসা সংক্রান্ত ফর্মও ফিলাপ করতে হয় পাক ফুটবলারদের। ভোর ৩.৫৫-র সময় প্রথম ব্যাচ যাদের মধ্যে ৬ জন ফুটবলার ও ৬ জন কোচিং স্টাফ কোনও মতে তাদের বিমান ধরে। ফলে বিমানবন্দরে দেরি হওয়ায় ১৪ জন ফুটবলার তাঁদের নির্ধারিত বিমান ধরতে পারেননি।
আরও পড়ুন: অ্যাসেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলকে করা হল জরিমানা! কিন্তু কেন?
বুধবার সকাল ৯:১৫ মিনিট নাগাদ মুম্বই থেকে বেঙ্গালুরুর বিমান ধরেন বাকি পাক ফুটবলাররা। দুপুর ১:৩০ টার কাছাকাছি সময়ে বেঙ্গালুরুতে নির্ধারিত হোটেলে পৌঁছায় পাক দল। ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০ টায়।