পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে এবার ভারতকে হুঁশিয়ারি পাক ক্রীড়ামন্ত্রীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতে বিশ্বকাপের ভেন্যুগুলি ঘুরে দেখতে কমিটি গড়েছে পাকিস্তান। খোদ বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সেই কমিটির শীর্ষে রয়েছেন। সেই পাকিস্তানই আবার বলছে, ভারত যদি এশিয়া কাপ খেলতে না যায়, তাহলে ভারত নিরাপদ হলেও তাঁরা দল পাঠাবে না।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল ও মহামেডানকে বড় ছাড় দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
পাক ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, আমদাবাদে খেলতে পাকিস্তানের তেমন সমস্যা নেই। তবে ভারত এশিয়া কাপ নিয়ে নিরপেক্ষ কেন্দ্রে অনড় থাকলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এহসান মাজ়ারি বলেছেন, “প্রয়োজন হলে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে। আহমেদাবাদে খেলতে পাকিস্তানের তেমন সমস্যা নেই। তবে ভারত এশিয়া কাপ নিয়ে নিরপেক্ষ কেন্দ্রে অনড় থাকলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। আহমেদাবাদ কোনও ইস্যু নয়। পাকিস্তান আগেও সেখানে খেলেছে। কিন্তু আগে ভারতের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়া প্রয়োজন।”
মাজারি আরও বলেন, “পিসিবি আমার মন্ত্রকের অধীন। আমার ব্যক্তিগত মতামত, ভারত যদি এশিয়া কাপ খেলার ব্যাপারে নিরপেক্ষ কেন্দ্রের দাবিতে অনড় থাকে, তা হলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলোর ক্ষেত্রে আমরাও একই দাবি করব।” সুতরাং ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে ফের তৈরি হল সংশয়।