এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সদ্য চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইন্টার মিলানকে ফাইনালে ১-০ গোলে পরাজিত করে ইউসিএল জয়ের পাশাপাশি এই মরশুমে ত্রিমুকুট জয়ের নজির গড়ল ম্যানচেস্টার সিটি। তবে ম্যানচেস্টারের এই ক্লাবকে সাফল্য এনে দিলেও ভবিষ্যতে এই ক্লাবে আর থাকবেন কিনা সেই নিয়ে জল্পনা সৃষ্টি করে দিলেন স্বয়ং পেপ গুয়ার্দিওলা।
ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি বৃদ্ধিতে আগ্রহী নন পেপ। খবর অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত পেপের সাথে চুক্তি রয়েছে ইংল্যান্ডের এই ক্লাবের।
আরও পড়ুন- ভারতে দলের থেকে ব্যক্তি বেশি গুরুত্ব পায়! বিস্ফোরক গৌতম গম্ভীর
৫২ বছর বয়সী পেপ গুয়ার্দিওলা তাঁর ভবিষ্যত নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নিলেও আর দুই মরশুম পর ম্যানচেস্টারে থাকবেন না বলেই শোনা যাচ্ছে।
খবর অনুযায়ী, ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি শেষ হলে গুয়ার্দিওলা কোনো এক জাতীয় দলের কোচিং-এর দায়িত্ব নিতে পারেন।