এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শেষমুহূর্তে এশিয়ান গেমসে খেলার সুযোগ পেয়েছে ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার এশিয়ান গেমসে ফুটবলের ড্র আয়োজিত হয়েছিল। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমস শুরু হলেও ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। এছাড়া আগামী ৭ অক্টোবর ফাইনালের দিন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:এশিয়ান গেমস এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের গ্রুপ নিয়ে বড় বার্তা কোচ ইগর স্টিমাচের
ভারতীয় ক্রীড়া মন্ত্রক চীনের হাংঝুতে হতে চলা এশিয়ান গেমস ২০২৩-এ অংশগ্রহণের জন্য ভারতীয় ফুটবল দলকে ছাড়পত্র দিয়েছে৷ ভারতীয় দলের এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য এবার ভারতের প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দলেকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন৷
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রী কল্যাণ চৌবের টুইটের জবাব দিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন “ভারত জুড়ে ফুটবল ভক্তদের জন্য দারুণ খবর! এটি এই খেলায় আসন্ন প্রতিভাকে উৎসাহিত করবে।”