এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এমন কিছু মানুষ আছেন যারা নিজের সেরা অন্য কারুর মধ্যে দিয়ে করানোর চেষ্টা করেন। এমন কিছু মানুষ আছেন যারা নিজের থেকেও অন্যদের আরও ভাল হতে অনুপ্রাণিত করে। ভারতের জন্য প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়, পুল্লেলা গোপীচাঁদ অনেকের এমন একজন অনুপ্রেরণা।
আরও পড়ুন: কলকাতার ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত এআইএফএফ-এর
পুল্লেলা গোপীচাঁদ বর্তমানে প্রধান জাতীয় কোচ ভারতীয় ব্যাডমিন্টন দলের। একজন জাতীয় কোচ হওয়ার পাশাপাশি, তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় হতে আগ্রহীদের জন্য গোপীচাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমি নামে একটি অ্যাকাডেমিও পরিচালনা করেন। পুল্লেলা গোপীচাঁদ শুধুমাত্র তাঁর খেলার ক্যারিয়ারে দেশের জন্য তাঁর সমস্ত জয়ই নয় বরং কোচ হিসেবেও সাইনা নেওয়াল , পিভি সিন্ধুর জন্যও অফুরন্ত ভালবাসা এবং সম্মান পেয়েছেন। ২০১৬ সালের অলিম্পিকে রৌপ্য পদক জেতেন পিভি সিন্ধু। তাঁর কোচ ছিলেন পুল্লেলা গোপীচাঁদ।
গোপীচাঁদও কয়েক বছর ধরে বেশ কিছু পুরস্কার জিতেছেন। ১৯৯৯ সালে অর্জুন পুরষ্কারে ভূষিত হন, তারপরে ২০০৯ সালে দ্রোণাচার্য পুরস্কার এবং ভারতে তৃতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ পান ২০১৪ সালে।
কলকাতায় তিনি প্রায়ই আসেন। তবে মূল কলকাতার ভর কেন্দ্রে তাঁকে সেভাবে দেখা না গেলেও তিনি যান শহর থেকে কিছুটা দূরে হরিনাভিতে। সেখানেই ভবিষ্যতের পিভি সিন্ধু, সাইনা নেওয়ালদের নিজে হাতে তৈরি করছেন তিনি। হরিনাভিতে রয়েছে অত্যাধুনিক মানের ব্যাডমিন্টন অ্যাকাডেমি। নাম স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি। ব্যাডমিন্টন তারকা তৈরি করার গর্ভগৃহে, রবিবার প্রায় দু'ঘণ্টা ছোট ছোট ছেলে মেয়েদের অনুশীলন করান নিজে হাতে। শুধুমাত্র সেখানকার ছেলে মেয়েদের নয়। আসল পরামর্শ দিলেন স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমির শিক্ষকদের। আসলে পুল্লেলা গোপীচাঁদ তিনি যে শিক্ষকদেরও প্রশিক্ষক। আসলে তাঁর ধারণা হয়তো তিনিতো একদিন দুদিন আসবেন অনুশীলন করাবেন চলে যাবেন কিন্তু যারা ওই ছোট ছোট ছেলে-মেয়েদেরকে প্রত্যেকদিন অনুশীলন করাবেন তাদেরকে যদি মূল্যবান কিছু পরামর্শ যাওয়া যায়। অনুশীলনের সময়েই দেখা গেল এক অভিনব ছবি। ব্যাডমিন্টন কোর্টে টেনিস বল নিয়ে অনুশীলন করালেন বর্তমান ভারতীয় ব্যাডমিন্টনের দ্রোণাচার্য। এদিন তাকে সামনে পেয়ে তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড়রা সত্যিই অবাক। এভাবেই বাংলা এক প্রত্যন্ত জায়গায় ভবিষ্যতের তারকা তৈরি করতে কাজ করে যাচ্ছেন পুল্লেলা গোপীচাঁদ।