একই বলে দুইবার রিভিউ! অশ্বিনকান্ডে হতবাক আম্পায়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ তামিলনাড়ু প্রিমিয়ার লিগে একের পর এক অকল্পনীয় ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি এক বলে ১৮ রান খাওয়ার রেকর্ড হয় এই টুর্নামেন্টে। এবার একই বলে দুইবার রিভিউ নেওয়ার ঘটনায় শোরগোল পরে যায় ভারতীয় ক্রিকেট মহলে। ঘটনাটি ঘটে ডিন্ডিগুল ড্র্যাগন বনাম বিএ১১এসই ট্রিচি ম্যাচে।
ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে 'কট বিহাইন্ড' হন আর রাজকুমার। আম্পায়ার আউটও দেন। এরপর রাজকুমার ডিআরএস-এর সাহায্য নেন। এরপর তৃতীয় আম্পায়ার বিষয়টী খুঁতিয়ে দেখে নট আউট ঘোষণা করেন।
আরও পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রে এই দেশ গুলির বিরুদ্ধে খেলবে ভারত
তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত না মানতে পেরে অশ্বিন তৎক্ষণাৎ আবার রিভিউ-এর আবেদন করেন। তবে অশ্বিন রিভিউ নিলেও তৃতীয় আম্পার আরও একবার নট আউটই ঘোষণা করেন।
দ্বিতীয়বার রিভিউ নেওয়ার বিষয়ে অশ্বিন ম্যাচ শেষে বলেন, "ডিআরএস এই টুর্নামেন্টে নতুন। ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার আগেই স্পাইক দেখা যায়। আমি এই বিষয় খুশি ছিলাম না। আমার মনে হয়েছিল আম্পায়ারদের অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখা উচিত ছিল।"