ইংল্যান্ড টেস্টের আগে বড় সিদ্ধান্ত রবীন্দ্র জাদেজার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক:- আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত - ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য কঠিন অনুশীলনে মনোযোগ দিয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বর্তমানে এন.সি.এ অর্থাৎ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে অনুশীলন করছেন তিনি।
এই অনুশীলনের জন্য সব বিজ্ঞাপন শুটের কাজ বন্ধ রেখেছেন জাদেজা। বিপক্ষে কঠিন প্রতিপক্ষের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।যেহেতু ভারতেই অনুষ্ঠিত হচ্ছে এই টেস্ট সিরিজ, সেহেতু রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদবের পাশাপাশি তিনি অন্যতম স্পিন বিকল্প হতেই পারেন। এক্ষেত্রে তিনি ভারতীয় দলের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে।
আগামী ২০ জানুয়ারি হায়দরাবাদে পৌঁছানোর পর চারদিনের টেস্ট অনুশীলনের মধ্যে দিয়ে যাবেন রোহিতেরা। ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের জন্যই এই কঠোর অনুশীলনের ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই টেস্ট যে এক অর্থে ক্রিকেটপ্রেমীদের কাছে যে বেশ উত্তেজকপূর্ণ হবে তা আশা করা যাচ্ছে।