এশিয়া কাপের প্রস্তুতি শিবিরে চলে এলেন ঋষভ পন্থ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হ্যাঁ, যা পড়লেন সেটাই সত্যি। আলুরের কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে হওয়া ভারতীয় দলের এশিয়া কাপ প্রস্তুতি শিবিরে আসেন ঋষভ পন্থ। তবে এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিতে নয়, সতীর্থদের সাথে দেখা করতে আসেন পন্থ।
আরও পড়ুন - এশিয়া কাপের জন্য ভারতীয় দলের প্রস্তুতিতে উঠে এল এই এই গুরুত্বপূর্ণ বিষয়
সোমবার মাঠের বাইরে থেকে সতীর্থদের উদ্দেশ্যে চিৎকার ও পরে তাদের সাথে কথা বলতে দেখা যায় পন্থকে। এরপর মাঠে গিয়ে হেড কোচ রাহুল দ্রাবিড়ের সাথেও কথা বলেন তিনি। আসন্ন এশিয়া কাপ তো বটেই, বিশ্বকাপেও খেলতে পারবেন না পন্থ। কেএল রাহুল ও ইশান কিশানের মত দুইজন উইকেটকিপারকে নিয়ে এই মহাদেশীয় প্রতিযোগিতা খেলতে যাবে ভারত। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে এশিয়া কাপের দলে রয়েছেন সঞ্জু স্যামসন।
এই মুহুর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন পন্থ। গত বছর ডিসেম্বর ভয়ঙ্কর একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্থ। যদিও দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠেছেন পন্থ, তবে ম্যাচ ফিট হতে এখনও কয়েক মাস বাকি।
আরও পড়ুন - ৪৯তম কিংস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করল ভারত
বুধবার শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে উড়ে যাবে ভারতীয় দল। আগামী ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারত। এরপর ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।