এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আদৌ কি ফাইনাল এগ্রিমেন্ট সই হবে? এই নিয়ে জোর জল্পনা অব্যাহত রয়েছে। বেশ কিছু সংবাদমাধ্যম ও ফ্যান ফোরাম এই নিয়ে বিভিন্ন আপডেট দিলেও কোনও রকম সুরাহা হচ্ছে না। এবার এই টালবাহানা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার।
শুক্রবার ইস্টবেঙ্গলের অন্যতম বড় একটি ফ্যান ফোরাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে, ক্লাবকর্তারা শ্রী সিমেন্টের দেওয়া ফাইনাল এগ্রিমেন্টে সই করবে। এবং এই জন্য যাবতীয় আইনি কাজকর্ম শুরু হয়েছে। আর এই খবর দেখে অবাক হন লাল-হলুদের গ্যাফার। নিজের বিষ্ময়তা সহ ক্ষোভ প্রকাশ করলেন এই পরিস্থিতি নিয়ে।
টুইটারে সেই ফ্যান ফোরামের পোস্টের কমেন্টে লিভারপুলের কিংবদন্তী লিখেছেন, "সত্যি বলতে গেলে আমি অবাকই হব, ওদের কাছে আট মাসের বেশি সময় ছিল সই করার জন্য। আর আমি অবাক হব না যদি ওদের মনে অন্য কিছু চলে। ওরা জানে যে অপেক্ষা করে থাকলে পরের বছর গতবারের থেকেও কঠিন হবে।"
এর জেরে স্পষ্ট, নাম না করে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের এই পরিস্থিতির জন্য দুষছেন ফাউলার, এবং আগামী মরশুমে যদি আবারও ব্যর্থতার সম্মুখীন হয় এসসি ইস্টবেঙ্গল, তার দায়ও পড়বে কর্তাদের উপর। কারণ গত বছরের ব্যর্থতার যাবতীয় দায়ভার এসে পড়েছিল ফাউলারের উপরেই, আর দলগঠন ও পরের মরশুমের প্রস্তুতি নিয়ে যেভাবে ক্লাব-ইনভেস্টর দুপক্ষই নীরব, তাতে আবারও একই পরিস্থিতি সামলাতে হবে ফাউলারকে।
এদিকে বলে রাখা ভালো, এখনও অবধি ইস্টবেঙ্গল কর্মকর্তাদের তরফ থেকে ফাইনাল এগ্রিমেন্ট সই করা নিয়ে কোনও আপডেট দেয়নি। কথাবার্তা চালু থাকলেও এখনও অবধি পরিস্থিতি ঠান্ডা হওয়ার দিকে যায়নি।