এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারানোর পর, একটা গোটা দিন ছুটি কাটালেন ভারতীয় ক্রিকেটাররা। যদিও দুই ম্যাচের মধ্যে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধান রয়েছে, তা সত্ত্বেও মজায় ক্যারিবিয়ানের সমুদ্রসৈকতে উপভোগ করতে দেখা গিয়েছে খেলোয়াড়দের।
অধিনায়ক রোহিত শর্মাকে দেখা গিয়েছে দলের সকলের সাথে মধ্যহ্নভোজন সারতে। এদিকে হার্দিক পান্ডিয়া সহ কিছু খেলোয়াড়দের বিচ ভলিবল খেলতে দেখা যায়।
আরও পড়ুন - দুইবারের ইউরোপ সেরা এই ঐতিহ্যশালী ক্লাবকে সরিয়ে দিল উয়েফা
অন্যদিকে রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব সহ একাধিক খেলোয়াড় নিজেদের পরিবারের সাথে দিন কাটান। যেখানে একাধিক সমুদ্রসৈকত ঘোরার পাশাপাশি রেস্তোরাঁয় খাওয়া সহ প্রিয়জনদের সাথে ভালোবাসার মুহুর্ত কাটাতে দেখা যায় তাদের।
সামনেই ব্যস্ত সূচি, এই বিষয়টিকে মাথায় রেখে খেলোয়াড়দের নির্দিষ্ট বিশ্রাম ও ছুটি দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে টিম ম্যানেজমেন্ট। যাতে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে খেলোয়াড়রা চোট-ক্লান্তি থেকে মুক্ত থাকতে পারে।
আরও পড়ুন - মোহনবাগান ছেড়ে প্রতিপক্ষ দলে যাচ্ছেন আইএসএলের এই তারকা ফুটবলার
দ্বিতীয় ওয়ানডের পর ভারতীয় খেলোয়াড়েরা ত্রিনিদাদ উড়ে যাবে তৃতীয় ওয়ানডে খেলতে। তারপর রোহিত শর্মা, বিরাট কোহলির মত একাধিক ওয়ানডে ক্রিকেটের তারকারা ত্রিনিদাদ ছাড়বেন, যেখানে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারতের টি২০ দল থেকে যাবে ত্রিনিদাদে।