ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কার্যত সেমি ফাইনালে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রবিবার লখনউয়ের একনা স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ভারতীয় দল কার্যত সেমি ফাইনালের টিকিট অর্জন করে ফেলল। চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে রোহিত শর্মারা এই নিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিল। এই টুর্নামেন্টে ভারতই একমাত্র অপরাজিত দল।
আরও পড়ুন: অনুশীলনে ফিরলেন হার্দিক পান্ডেয়া! মাঠে কবে নামবেন? জানুন
এদিন অধিনায়ক রোহিত শর্মা ১০১ বলে ৮৭ রান করেন এবং মহাম্মদ শামি ২২ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নেন। জাসপ্রিত বুমরাহ ৩ উইকেট নেন। ইংল্যান্ড জয়ের জন্য ২৩০ রান তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারেই ১২৯ রানে গুটিয়ে যায়। ফলে ইংল্যান্ড কার্যত এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ব্যাটিং বিপর্যয় হয়। রোহিত শর্মা ৮৭ রান এবং সূর্যকুমার যাদব ৪৯ রান ছাড়াও কেএল রাহুল ৩৯ রান ভারতকে ২২৯ রান করতে সাহায্য করে। ভারতীয় দল পরবর্তী ম্যাচে ২ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে।