দল নির্বাচনের বিতর্ক নিয়ে সরব হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন এশিয়া কাপ ও ঘরের মাঠে হতে চলা ক্রিকেট বিশ্বকাপকেই ফোকাস করেছে ভারতীয় দল। এশিয়া কাপের জন্য ইতিমধ্যেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। আর এই দল নির্বাচন নিয়ে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন ও বিতর্ক।
আরও পড়ুন - এশিয়া কাপ খেলতে এই তারিখে শ্রীলঙ্কা রওনা হবে ভারতীয় দল
এবার এই বিতর্ক নিয়ে কথা বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আলুরের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার আগে পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রোহিত জানিয়েছেন, ১৮ জনের এই দল থেকেই ১৫ সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করা হবে।
রোহিত বলেছেন, "সেরা কম্বিনেশন বাছতে গেলে, কয়েকজনকে বাদ দিতে হবে বিভিন্ন কারণের জন্য। রাহুল দ্রাবিড় আর আমি চেষ্টা করি খেলোয়াড়দের যতটা সম্ভব ভালোভাবে বোঝানোর যে কেন তারা দলে নেই। আমরা প্রতিটা দল নির্বাচন ও প্রথম একাদশ বাছার পর খেলোয়াড়দের সাথে কথা বলার চেষ্টা করি। আমরা ওদের সাথে মুখোমুখি, একে-একে কথা বলার চেষ্টা করি যে কেন তারা সুযোগ পাননি।"
আরও পড়ুন - ইন্টার মায়ামির হয়ে খেলে শাস্তির মুখে পড়তে পারেন লিওনেল মেসি
এরপর রোহিত বলেছেন যে ২০১১ সালের বিশ্বকাপে যেভাবে তিনি বাদ পড়েছিলেন, সেই পরিস্থিতিতেই বাকিদের ফেলেন তিনি। এই নিয়ে রোহিত বলেছেন, "কখনও কখনও, আমি নিজেকে ওদের মধ্যে দেখি। যখন আমি ২০১১ সালে নির্বাচিত হইনি, সেটি আমার জন্য খুবই হৃদয়বিদারক মুহুর্ত ছিল এবং আমার মনে হয়েছিল বিশ্বকাপের দল থেকে বাদ পড়লে কেমন লাগে?"
"আমি, কোচ ও নির্বাচকরা, প্রতিপক্ষ, পিচ, ওদের শক্তি আর আমাদের দূর্বলতাকে পর্যালোচনা করি। তারপর আমরা সকলে মিলে এক সম্মিলিত জায়গায় পৌঁছই। এমনটা নয় যে আমরা সব সময় সঠিক হব।"
আরও পড়ুন - ১০ জন অধিনায়কের উপস্থিতিতে আহমেদাবাদে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
শেষে রোহিত বলেছেন, "এমনটা নয়, আমি এই ব্যক্তিকে পছন্দ করি না, তাই আমি ওকে বাদ দিলাম। অধিনায়কত্ব কখনই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপর নির্ভর করে না। যদি কেউ বাদ পড়েন, তাহলে তার পিছনে কারণ রয়েছে। যদি আপনি অভাগা হন, আমরা কিছু করতে পারব না।"