জেতা ম্যাচ হেরে গিয়ে অধিনায়ক হার্দিককে তিরস্কার রোহিতের! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের কাছে ৬ রানে হারে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ৫ ওভারে সাত উইকেট হাতে নিয়ে জেতার জায়গায় ছিল মুম্বাই, কিন্তু শেষ অবধি জেতা ম্যাচ হাতছাড়া করে মুম্বাই। পুরোনো দল গুজরাটের কাছে নতিস্বীকার করলেন মুম্বাইয়ের নয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আর ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। সেই হতাশার মুহুর্তই দেখা যায় ম্যাচের পরে। দেখা যায়, হার্দিক যখন পিছন থেকে জড়িয়ে ধরতে যান রোহিতকে, তখন রোহিত তাকে সরিয়ে কিছু একটা বোঝাতে থাকেন। সেই সময়ে রোহিতের সময়ে হতাশা ও ক্ষোভ স্পষ্ট দেখা গিয়েছিল।
বলা বাহুল্য, শেষ ওভারে উমেশ যাদবকে একটি চার ও একটি ছয় মেরেও ম্যাচ জিতিয়ে আসতে পারেননি হার্দিক, হয়ত সেই বিষয়টি নিয়েই ক্ষোভ প্রকাশ করছিলেন রোহিত। পাশে সেই সময়ে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম কর্নধার আকাশ আম্বানি।