এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে রোহিত শর্মাকে, যার জেরে প্রশ্ন উঠছে টি২০ ক্রিকেটে রোহিতের ভবিষ্যত নিয়ে। আগামী বছর টি২০ বিশ্বকাপে কি অধিনায়ক হিসেবে থাকবেন হিটম্যান? মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর হার্দিক পান্ডিয়াকে অনেকে বিশ্বকাপের অধিনায়ক হিসেবে দেখার প্রবল জল্পনা চলছে। তবে যে খবর সামনে আসছে, তাতে স্বস্তি পেতে পারেন রোহিত-ভক্তরা।
আরও পড়ুন - আইপিএল ২০২৪ নিলামে কোন ৫ আনক্যাপড খেলোয়াড় নজর কাড়বেন?
একাধিক সর্বভারতীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০২৪ টি২০ বিশ্বকাপে অধিনায়ক হওয়ার ক্ষেত্রে জাতীয় নির্বাচকদের প্রথম পছন্দ রোহিতই। যদিও শেষবার ভারতের হয়ে রোহিত টি২০ খেলেছেন ২০২২ সালের ১০ নভেম্বরে, তবে খবর অনুযায়ী যদি বিশ্বকাপের আগে রোহিত ও হার্দিক দুজনেই ফিট থাকেন, তাহলে হিটম্যানের অধিনায়ক হওয়ার সম্ভাবনাই প্রবল।
টি২০ ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন ওঠায়, আসন্ন আইপিএলের শুরুতে তার পারফর্মেন্সের উপর নজর থাকবে সকলেরই। যদি রোহিত নিজের চিরাচরিত ফর্ম বজায় রাখেন, তাহলে টি২০ ফর্ম্যাটে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবেন তিনি। এদিকে রোহিতের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ভারতের হেড কোচ রোহিত শর্মা ও জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার।