এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে ২০৯ রানে পরাজিত করে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ফাইনালে এমন লজ্জাজনক হারের পর সমালোচনার ঝড় বয়ে যায় ভারতীয় ক্রিকেট মহলে। ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। ভারতীয় নির্বাচকদের দল নির্বাচন নিয়ে মোটেই খুশি নন মাস্টারব্লাস্টার।
আরও পড়ুন- বিশ্বকাপে ভারতের এই ম্যাচ পেতে চলেছে ইডেন গার্ডেন্স
এই বিষয় সচিন টুইটারে লিখেছেন, "ভারতকে খেলায় টিকে থাকতে গেলে প্রথম ইনিংসে ব্যাট হাতে বড় রান করতে হত, কিন্তু তারা সেটি করতে পারেনি। ম্যাচে বেশ কিছু ভালো মুহূর্ত তৈরি হয়েছিল ভারতীয় দলের জন্য। কিন্তু প্রথম একাদশ থেকে অশ্বিনের বাদ যাওয়ার কারণ আমি বুঝতে পারলাম না, যিনি বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার।"
এর সাথে তিনি যোগ করেছেন, "ম্যাচের আগেও আমি বলেছিলাম, ভালো স্পিনাররা সবসময় টার্নিং ট্র্যাকের উপর নির্ভর করে থাকেনা। তাঁরা পিচের বাউন্স এবং হাওয়ার তারতম্যকে ব্যবহার করতে জানেন। ভুলে গেলে চলবেনা যে অস্ট্রেলিয়ার প্রথম ৮ ব্যাটারের মধ্যে ৫জন বাঁহাতি ব্যাটার ছিলেন।"
প্রসঙ্গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় মরশুমে ১৩ টি টেস্ট ম্যাচ খেলে অশ্বিন ৬১টি উইকেট পেয়েছেন।