এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এ যেন এক স্বপ্নপূরণের গল্প। এক তরুণের ধোনি ভক্ত থেকে ধোনির সতীর্থ হয়ে ওঠার গল্প। আর সেই গল্পের নায়কের নাম সমীর রিজভি। কে এই সমীর রিজভি? আসুন জেনে নেওয়া যাক।
সমীর এর জন্ম উত্তরপ্রদেশের মিরুত শহরে। সমীরের আজকের এই উত্থানের মূল কারণ হলেন তার কাকা তাঙ্খিব আখতার। তিনি নিজে একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন। তবে ভাগ্যের ফেরে তা হতে পারেননি। তবে সমীর কে তিনি সবসময় উৎসাহ দিয়ে গিয়েছেন সমীরের বাবা হাসিনের প্রবল বিরোধিতা সত্ত্বেও।
আরও পড়ুন- নিলামের রেকর্ড ভেঙে ২৪.৭৫ কোটি টাকায় কেকেআরে মিচেল স্টার্ক
২০১৯-২০ সাল থেকে আত্মপ্রকাশ ঘটে সমীর রিজভির। প্রাক্তন ভারতীয় বাঁ হাতি স্পিনার সুনীল জোশির চোখে পড়েন সমীর। সমীরের একটি বড় গুণ হল চার নম্বর থেকে সাত নম্বরের মধ্যে যে কোনও জায়গায় সমানতালে ব্যাটিং করার ক্ষমতা। কোচদের মতে, সব রকম প্রতিকূলতার সঙ্গে ব্যাটিংয়ে অভ্যস্ত সমীর। সে যদি তার এই ট্যালেন্ট ধরে রাখতে পারে ভবিষ্যতে, তাহলে ভারতীয় সিনিয়র দল আরও এক ভালো ফিনিশার পেতে পারে বলে আশা করা যায়।
আরও পড়ুন- কেকেআরের নতুন সদস্যরা: এক নজরে
রিজভি তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, বিশেষ করে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি ১৩৯.৮৯ এ স্ট্রাইক রেটে প্রথম ১০ সিক্স হিটার দের মধ্যে একজন ছিলেন। ২০ বছর বয়সী এই তরুণ প্রতিভা প্রতি ১১ বলে ছয় মারেন। উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে, তিনি মাত্র ৪৭ বলে ১২২ রান করে দ্রুততম শতক নথিভুক্ত করেন। আরও আকর্ষণীয় বিষয় হল, রিজভী যে স্ট্রাইক রেটে রান করেন। পুরুষদের অনূর্ধ্ব-২৩ স্টেট এ ট্রফিতে, রিজভী ১৮৮.৮০ স্ট্রাইক রেটে ৪৫৫ রান করেন, যা উত্তর প্রদেশকে লীগটি জিততে সাহায্য করে।
সমীর রিজভি ২০২৪ সালের আইপিএল নিলামের সর্বোচ্চ মূল্যের আনক্যাপড ভারতীয় খেলোয়াড়।৮.৪০ কোটি টাকা দিয়ে তাকে দলে এনেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে কতটা তার প্রতিভা দেখাতে পারবেন সমীর? ক্রিকেট মহলে ঘুরছে এই প্রশ্ন।