এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ব্যাডমিন্টন খেলায় 'দ্রুততম হিট'-এর নতুন বিশ্বরেকর্ড গড়লেন। ৫৬৫ কি.মি. প্রতিঘন্টার তাঁর এই শট ভেঙে দিয়েছে ১০ বছরের পুরনো রেকর্ড।
সাত্ত্বিক এবং চিরাগ শেট্টি সম্প্রতি ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ জিতেছেন। এবার কোরিয়া ওপেন টুর্নামেন্টে ২০১৩ সালে মালয়েশিয়ার তান বুন হিয়ংইয়ের রেকর্ড ভেঙেছেন। হিয়ং এর এই রেকর্ড ছিল ৪৯৩ কি.মি. প্রতি ঘন্টা।
আরও পড়ুন- উইম্বলডন ফাইনালে হারের পর শাস্তিও পেলেন নোভাক জোকোভিচ
একদিকে পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে সাত্ত্বিক যেমন নতুন রেকর্ড গড়েছেন তেমনই মহিলা বিভাগেও দ্রুততম হিট-এর রেকর্ড তৈরি হয়েছে। এই রেকর্ড গড়েছেন মালয়শিয়ার তান পিয়ারলি। তিনি ৪৩৮ কি.মি. প্রতি ঘন্টায় শটটি মেরেছিলেন।
অর্থাৎ ব্যাডমিন্টন বিশ্বে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই তৈরি হয়েছে নতুন রেকর্ড।