এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গোয়ায় ইতিমধ্যেই আসন্ন আইএসএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। আর বেশ কয়েক দিনের অনুশীলনের পর ভাস্কো এসসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামল লাল-হলুদ ব্রিগেড। আর এই ম্যাচে বেশ দাপটের সাথে খেলে জয় হাসিল করল ইস্টবেঙ্গল।
৩৮ মিনিটে লালরিনলিয়ানা নামতের পাসে আকাশদীপ সিং ক্রস বাড়ান, যা হেড করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সেমবই হাওকিপ। এরপর ৫৪ মিনিটে নাওরেম মহেশ সিং দুর্দান্ত রান করে বল ক্রস বাড়ান, যা গোল করতে ভুল করেননি শুভ ঘোষ। তবে ৮৪ মিনিটে গোল করে ফেলে ভাস্কো। কিন্তু ৮৭ মিনিটে ভাস্কোর গোলকিপার লুই ব্যারেটোর ভুলে সহজেই গোল করে দেন সিদ্ধান্ত শিরোদকার।
তবে এই ম্যাচে বেশ নজর কাড়েন শঙ্কর রায়, যিনি এদিন গোলে থেকে বেশ কিছু শট বাঁচিয়েছেন। এছাড়া লালরিনয়ানা নামতে ও নাওরেম মহেশ দারুণ গতি ও স্কিল দেখিয়েছেন। উইংব্যাক থেকে হীরা মন্ডলও বেশ কয়েকবার আক্রমণ তৈরি করেছিলেন। সব মিলিয়ে বেশ স্বাচ্ছন্দ্যময় জয় ইস্টবেঙ্গলের জন্য।