এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই দলগঠন প্রায় শেষ করেই ফেলেছে এসসি ইস্টবেঙ্গল, পাঁচজন বিদেশীও চুড়ান্ত করে ফেলেছে লাল-হলুদ ব্রিগেড। এই পরিস্থিতিতে এবার ভালো প্রস্তুতির লক্ষ্য রাখছে এসসি ইস্টবেঙ্গল। গত বার কম প্রস্তুতির জেরে দলের মধ্যে সমীকরণ ও রসায়ন না গড়ে ওঠার ফল ভুগেছে ইস্টবেঙ্গল, সেই ভুল আর করতে চায় না ইস্টবেঙ্গল।
জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শুরুর দিকে গোয়ায় নিজেদের প্রাক মরশুম প্রস্তুতি সারবে এসসি ইস্টবেঙ্গল। সেপ্টেম্বরের শেষের দিকে গোয়ায় আসবেন নয়া হেড কোচ মানোলো ডিয়াজ ও তার সাপোর্ট স্টাফ। ইতিমধ্যেই ভিসা সমস্যা মিটেছে বিদেশীদের। অক্টোবরের শুরুর দিকে আসবেন ইস্টবেঙ্গলের প্রাক মরশুম অনুশীলনে।
এদিকে দলের শক্তি দেখে নিতে গোয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। এফসি গোয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ৪ ও ৫ নভেম্বর এই দুই প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।
এছাড়া আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়াস নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। চেন্নাইন এফসি, বেঙ্গালুরু এফসি ও হায়দ্রাবাদ এফসির সাথে কথা বলেছে ইস্টবেঙ্গল। অন্ততপক্ষে ৬-৭টি প্রস্তুতি ম্যাচ খেলে আইএসএলে নামার ভাবনা লাল-হলুদের। আগামী ২১ নভেম্বর জামসেদপুর এফসির বিরুদ্ধে নিজেদের আইএসএল অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল।