এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য নিলামে কলকাতা নাইট রাইডার্স বড় দামে কিনেছিল তারকা ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারকে। কিন্তু তারপর প্যাট কামিন্স ও অজিঙ্ক রাহানেকে কেনার পর আশা করা হয়েছিল, এই দুই তারকার মধ্যে কেউ হবেন অধিনায়ক। কিন্তু শেষ অবধি বড় ঘোষণাটা করেই ফেলল কলকাতা।
বুধবার কলকাতা নাইট রাইডার্স ঘোষণা করে, আসন্ন আইপিএলের জন্য দলের অধিনায়কত্ব করবেন শ্রেয়াস আইয়ার। আর এই দায়িত্ব পেয়ে দারুণ খুশি মুম্বইয়ের এই তারকা ব্যাটার।
কেকেআর মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়াস বলেছেন, "আমি খুবই গর্বিত কেকেআরের মত এমন বড় দলকে নেতৃত্ব দিতে পেরে। আইপিএল একটি টুর্নামেন্ট হিসেবে বিভিন্ন দেশের সেরা খেলোয়াড় ও সংস্কৃতিকে একত্রিত করে এবং আমি মুখিয়ে রয়েছি দুর্দান্ত প্রতিভাবান ব্যক্তিত্বদের সম্মিলিত এই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য।"
এরপর কৃতজ্ঞতা জানিয়ে শ্রেয়াস লিখেছেন, "আমি ধন্যবাদ জানাতে চাই কেকেআরের কর্নধার, ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফদের, যারা আমায় সুযোগ দিয়েছে এই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং আমি আশাবাদী আমরা সঠিক মেলবন্ধন পেয়ে দলের লক্ষ্যপূরণ করব।"
শেষে কলকাতা ও ইডেন গার্ডেন্স নিয়ে শ্রেয়াস বলেছেন, "যখন ভারতীয় ক্রিকেটের কথা আসে, কলকাতা ও ইডেন গার্ডেন্সের একটি ঐতিহ্য রয়েছে। এবং আমি মুখিয়ে রয়েছি এই ঐতিহ্যে আরও যোগদান করার এবং আমাদের সমর্থকদের গর্বিত করার। করব, লড়ব, জিতব!"