বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে এই বিশেষ অনুশীলন সারল ভারতীয় দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে বৃহস্পতিবার এম চিদাম্বরম স্টেডিয়ামে ভারতীয় দল দীর্ঘ অনুশীলন সারে। বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের সঙ্গে সূর্যকুমার যাদব নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন। ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলিকে মূল নেটে ব্যাট করতে যাওয়ার আগে দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছ থেকে থ্রো-ডাউন নিতে দেখা গিয়েছে। নেটে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ব্যাট করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এছাড়াও মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুরও বল করেছেন বিরাটকে।
আরও পড়ুন: ছবিঃ নতুন অনুশীলন জার্সিতে ভারতীয় ক্রিকেট দল
অধিনায়ক রোহিত শর্মাও শুরুতে নেটে ব্যাট করলেও তাঁর সঙ্গী শুভমন গিল এদিন অনুশীলনে ছিলেন না। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার দুজনকেই এদিন নেটে দীর্ঘ সময় ব্যাট করতে দেখা গিয়েছে। অনুশীলন সেশনের শেষের দিকে রোহিত শর্মা একটি বিশেষ প্রশিক্ষণ সারেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। টেনিস বল দিয়ে থ্রো-ডাউন নিতে দেখা যায় রোহিতকে। কামিন্স, স্টার্ক এবং হ্যাজেলউডের প্রত্যাশিত শর্ট বোলিংয়ের বিরুদ্ধে ভাল প্রস্তুতি নিতেই এই অনুশীলন করেন রোহিত শর্মারা।
হেড কোচ রাহুল দ্রাবিড়কে উইকেটের দিকে তাকিয়ে গ্রাউন্ড স্টাফদের সঙ্গে দীর্ঘ আলোচনা করতেও দেখা গিয়েছে। অনুশীলন সেশনের শেষের দিকে আবার কোচ দ্রাবিড়, অশ্বিন, জাদেজা এবং কুলদীপকে সঙ্গে নিয়ে উইকেটের দিকে দীর্ঘ পর্যবেক্ষণ করতে দেখা গিয়েছে। ভারতীয় দল শনিবার এম চিদাম্বরম স্টেডিয়ামে ফ্রাডলাইটের নীচে অনুশীলন করবে।