এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে। দুই ইনিংসেই রান পাননি শুভমন গিল। একেই ফাইনালে ব্যর্থতা, তাঁর ওপর আবার শাস্তি দেওয়া হতে পারে তাঁকে। এক ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন ভারতীয় দলের এই ওপেনার?
চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে ৮ নম্বর ওভারে স্কট বোল্যান্ডের প্রথম বলে স্লিপে ক্যাচ দেন শুভমন গিল। বাঁদিকে ঝাঁপিয়ে সেই বল তালুবন্দী করেন ক্যামেরন গ্রিন। গ্রিন পরিষ্কারভাবে ক্যাচ ধরেছেন কিনা, তা দেখার জন্য তৃতীয় আম্পায়ার সিধান্ত নেন। তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লে দেখে আউট দেন। তাঁর এই সিদ্ধান্ত ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ টিভি রিপ্লের এক একটা ফ্রেম ধরে পর্যবেক্ষণ করলে দেখা যাবে গ্রিন যখন ক্যাচ ধরেন, তখন তাঁর কোনও আঙুল মাটিতে ছিল না। বল মাটি স্পর্শ করে।
তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়েই ড্রেসিংরুমে যান শুভমন গিল। চতুর্থ দিন শেষ হওয়ার পর তিনি টুইটারে ক্যামেরন গ্রিনের বিতর্কিত ক্যাচের একটা ছবি পোস্ট করে তাঁর হতাশা প্রকাশ করেন। ক্যাপশনে কিছু না লিখলেও দুটি আতস কাঁচের এবং হতাশাগ্রস্ত মুখের ইমোজি পোস্ট করেন ও তৃতীয় আম্পায়ারকে উদ্দেশ্য করেন, শুভমন।
আরও পড়ুন: এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে এলেন এই স্প্যানিশ মিডফিল্ডার
সোশ্যাল মিডিয়ায় তাঁর এই সমালোচনা আইসিসির আচরণ বিধি লঙ্ঘন করেছে। কারণ প্রকাশ্যে আন্তর্জাতিক ম্যাচের কোনও বিষয় নিয়ে জনসমক্ষে সমালোচনা বা আপত্তিজনক মন্তব্য করার জন্য আইসিসির আচরণবিধিতে শাস্তির দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী শুভমনের জরিমানা ধার্য করেছেন ম্যাচ রেফারি। ম্যাচ ফি-র ১৫ শতাংশ ধার্য হওয়ায় শুভমনের মোট জরিমানার পরিমাণ ম্যাচ ফি-র ১১৫ শতাংশ। এই কাজের জন্য এক ম্যাচে নির্বাসিতও হতে পারতেন শুভমন।