এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কলকাতায় হয়ে গেল ন্যাশনাল ইনক্লুশন কাপ ২০২৪।ভারত জুড়ে ১৬ টি পুরুষ ও ১৬ টি মহিলা দলের ৩৫০ জন খেলোয়াড়রা চার দিনের ইভেন্টে অংশ নেয়। এই টুর্নামেন্টে থেকেই প্রায় ২৫ জন খেলোয়াড় হোমলেস ওয়ার্ল্ড কাপের জন্য নির্বাচিত হবেন। মূলত সমাজের সকল স্তরের খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিয়ে থাকে এই টুর্নামেন্ট।
স্লাম সকার, ফুটবলের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবন পরিবর্তনের স্বপ্ন দেখায়। এই পরিপ্রেক্ষিতে একটি অমিতাভ বচ্চন অভিনীত বলিউড সিনেমা "ঝুন্ড" অনেকেরই দেখা। কলকাতায় এই টুর্নামেন্ট হয়ে গেল ২৯ শে ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। ভারত জুড়ে বিভিন্ন রাজ্য থেকে মোট ৩২ টি দল অংশগ্রহণ করেছিল। পশ্চিমবঙ্গের হাওড়ার রেবেকা বেলিলিওস স্পোর্টস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল এই লিগ-কাম-নকআউট ফরম্যাটের টুর্নামেন্ট।
অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব , তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, বিদর্ভ, পশ্চিমবঙ্গ এবং কলকাতা। ১৬ টি পুরুষ ও ১৬ টি মহিলা দল মিলিয়ে মোট ৩৫০ জন খেলোয়াড় অংশ নেন। পুরুষ ও মহিলা দুই বিভাগেরই ফাইনালে রানার্স হয় পশ্চিমবঙ্গ এবং কলকাতা। এদিন এই টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস।
আরও পড়ুন: গোকুলাম কেরালাকে হারিয়ে লিগ জয়ের দোরগোড়ায় মহামেডান
তিনি বলেন, "স্লাম সকার এটি একটি অভিনব ও ভালো উদ্যোগ। ভবানীপুর ক্লাবও এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। 'ভবানীপুর ক্লাব প্রো ইন্ডিয়া' নামে একটি অ্যাকাডেমি খুলতে চলেছে ভবানীপুর ক্লাব। যা স্লাম সকার সংস্থার সঙ্গে একসঙ্গে কাজ করবে। ফুটবল দিয়েও সমাজের এই সেবা করা যায়, সেটা এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে প্রমান হল।"
এখনও পর্যন্ত এই ন্যাশনাল ইনক্লুশন কাপে মোট ৬৫৮০ জন সুবিধাবঞ্চিত যুবক অংশগ্রহণ করেছে এবং ২০০৭ সাল থেকে এখনও পর্যন্ত গৃহহীন বিশ্বকাপে ২৩০ জন বিশেষ ভাবে সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ডের পুরুষ ও মহিলা ভারতের প্রতিনিধিত্ব করেছেন।