এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪ আইপিএল নিলামে একাধিক ভারতীয় আনক্যাপড ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি দল পাওয়ার সাক্ষী থেকেছে। ভবিষ্যতের তারকাদের নিজেদের দলে নেওয়ার জন্য বিডিংয়ের ঝড় ওঠে দুবাইয়ে। এদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম হল কুমার কুশাগ্রা। দিল্লি ক্যাপিটালস দল তাঁকে ৭ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে। চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের সাথে লড়াই করে কুশাগ্রাকে দলে নিয়েছে দিল্লির এই ফ্র্যাঞ্চাইজি দল। তরুণ এই উইকেট কিপার-ব্যাটার রাতারাতি কোটিপতি হওয়ার পর স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তার বাবা। তবে নিলামের পরেই এক অজানা কাহিনী ফাঁস করেন কুশাগ্রার বাবা শশিকান্ত।
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ কবে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান?
এক সাক্ষাৎকারে শশিকান্ত বলেছেন, "ইডেন গার্ডেন্সে ট্রায়ালের পর সৌরভ গাঙ্গুলি কুশাগ্রাকে বলেছিলেন তাঁর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা উচিত এবং দিল্লির ফ্র্যাঞ্চাইজি দল তাঁর জন্য ১০ কোটি টাকা পর্যন্ত বিড দেবে।"
আরও পড়ুন- গোপালগঞ্জের গর্ব নাইট বাহিনীর নতুন স্পিডস্টার সাকিবকে চিনুন
এর সাথে তিনি যোগ করেছেন, "ট্রায়ালে কুশাগ্রার ৬ মারার ক্ষমতা এবং দুরন্ত ফিল্ডিং সৌরভ গাঙ্গুলির পছন্দ হয়েছিল। কুশাগ্রার কিপিং দেখে সৌরভ গাঙ্গুলি ধোনির কথা মনে পড়ে যায়।"
সবশেষে কুশাগ্রার বাবা বলেছেন, "আমি ভেবেছিলাম কুশাগ্রা বেস প্রাইজে দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পাবেন। আমি ভেবেছিলাম সৌরভ কুশাগ্রাকে উৎসাহ যোগাতে এই কথা বলেছিলেন। কিন্তু কুশাগ্রা আত্মবিশ্বাসী ছিলেন কারণ সৌরভ গাঙ্গুলি তাঁকে কথা দিয়েছিলেন।"