এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট দলের মানসিকতাতে এনেছিলেন নতুন উদ্যম। নিজের খেলাতেও ছিল আগ্রাসন। খেলা ছাড়ার পর ক্রিকেট প্রশাসনে প্রথমে সিএবি, তারপর বিসিসিআইতে এনেছেন যুগান্তকারী পরিবর্তন।
আরও পড়ুন - ৩৮-এও সেরা রোনাল্ডো! হালান্ড-এমবাপ্পেদের ফেললেন পিছনে
কিন্তু বর্তমান সময়ে যে বিষয়টিতে বারবার জড়িয়ে ফেলা হয়ে থাকে প্রাক্তন ভারত অধিনায়ককে, তা হল রাজনীতি। সত্যিই কি রাজনীতিতে যোগ দেবেন মহারাজ? বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের রিয়্যালিটি শো 'দাদাগিরি' নিয়ে। আর সেই মঞ্চে দাঁড়িয়ে রাজনীতি নিয়ে নিজের মত জানালেন সৌরভ।
সৌরভকে যখন দাদাগিরির মঞ্চে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি রাজনীতিতে আসবেন কিনা, এর জবাবে সৌরভ বলেছেন, "না, রাজনীতিতে আসার কোনও ইচ্ছে আমার নেই। তবে যদি আসি, একটা বিষয় লক্ষ্য রাখব, অনেকেই বলেন, ‘করে দিলাম’, ‘পেয়ে গেলেন', এটার বদল ঘটাব।"
আরও পড়ুন - ক্রিকেটে এল নতুন প্রযুক্তি! এক আলোতে বোঝা যাবে আউট-নো বল
এরপর হাসতে হাসতে সৌরভ বলেছেন, "করে দিলাম, এ ভাবে বলা যাবে না। পেয়ে গেলেন, সেটাও বলা যায় না। এটা আপনার অধিকার। এটা আপনার প্রাপ্য। তা বলে কাউকে দুঃখ দিচ্ছি না। যিনি বা যাঁরা আমার বাড়ি আসেন, তাঁরা আসতেই পারেন। আমার রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে নেই।"
সদ্য ৫০-এ পা দিয়েছেন বাংলার অন্যতম সেরা আইকন। এই সময়ে দাঁড়িয়েও ব্র্যান্ডের ভিড় ও নানান দায়িত্বে ব্যস্ত মহারাজ কি সত্যিই রাজনীতিতে আসবেন? উত্তর সময়ই বলবে।