জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে শেষ হতে চলেছে ২০২৩ আইপিএল!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএল এর অন্তিম পর্যায় এসে পৌঁছেছে। আর দুটি ম্যাচ পরেই জানা যাবে কোন দল জিতে নেবে এবারের আইপিএল। ইতিমধ্যে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস পৌছে গেছে ফাইনালে। অন্যদিকে শুক্রবার গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের বিজয়ী, ফাইনালে মুখোমুখি হবে চেন্নাইয়ের। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলা এই দুই ম্যাচে দর্শকদের আকর্ষণ করতে কোনো খামতি রাখতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড।
খবর অনুযায়ী, গুজরাটের জনপ্রিয় গায়ক কিঞ্জল ডেভ, গুজরাট বনাম মুম্বই কোয়ালিফায়ার ২ ম্যাচের আগে সঙ্গীত পরিবেশন করবেন। অন্যদিকে ফাইনাল ম্যাচের আগে হবে চোখ ধাঁধানো লাইট শো। এর পাশাপাশি বলিউড তারকা রনবীর সিং এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পী এ আর রহমান পারফর্ম করবেন ২৮ মে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
আরও পড়ুন- শক্তিশালী গুজরাটকে হারাতে একাদশে কি কোনও বদল করবে মুম্বাই ইন্ডিয়ান্স?
ইতিমধ্যে শোনা যাচ্ছে যে, ফাইনাল ম্যাচের জন্য ১ লাখ দর্শক আসন বিশিষ্ট আহমেদাবাদ স্টেডিয়ামের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
আরও পড়ুন- মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠতে একাদশে বড় বদল করতে চলেছে গুজরাট টাইটান্স
আইপিএল ফাইনালে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিরাও।
আরও পড়ুন- আইপিএল ফাইনালের পরেই চূড়ান্ত হবে এশিয়া কাপ ২০২৩ এর মাঠ
প্রসঙ্গত ২০২৩ আইপিএল এর উদ্বোধনি অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া, রশ্মিকা মন্দনা, টাইগার শ্রফ এবং ক্যাটরিনা কাইফ। আইপিএল ফাইনালও জমজমাটি অনুষ্ঠানের মাধ্যমে শেষ করতে চলেছে বিসিসিআই তা বলাই যায়।