এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সার্জিও বুস্কেটসের পর মেসির আরও এক প্রাক্তন সতীর্থ যোগ দিতে চলেছেন ইন্টার মায়ামি দলে। খবর অনুযায়ী, বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার জর্ডি আলবা সই করতে চলেছেন ইন্টার মায়ামি ক্লাবে।
আরও পড়ুন- ইন্টার মায়ামিতে মেসি বরণে গ্যালারি জুড়ে উচ্ছ্বাস
৩৪ বছর বয়সী আলবা সম্প্রতি জানিয়েছিলেন যে তিনি আগামী মরশুমে আর বার্সেলোনার হয়ে খেলবেন না। ১১ বছর স্পেনের এই ক্লাবের হয়ে খেলার পর তিনি নতুন চ্যালেঞ্জের খোঁজে মেজর সকার লিগে যোগদান করতে চলেছেন।
আলবার দলবদলের এই খবরটি মঙ্গলবার ইন্টার মায়ামির অন্যতম কর্মকর্তা জর্জ মাস নিশ্চিত করেছেন। শোনা যাচ্ছে যে মঙ্গলবারই সই করতে চলেছেন আলবা।
আরও পড়ুন- MLS-এর থেকে সৌদি লিগ অনেক ভালো! মেসির যোগদানের পরেই বড় বার্তা দিলেন রোনাল্ডো
বার্সেলোনার হয়ে ৬টি লা লিগা, ৫টি কোপা দেল রে এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।
অন্যদিকে মায়ামির জার্সিতে অনুশীলন শুরু করে দিয়েছেন মেসি-বুস্কেটসরা এবং যা খবর, শুক্রবার ক্রুজ আজুলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে চলেছেন এই দুই তারকা ফুটবলার।