জ্যাভলিনে বিশ্বরেকর্ড ভারতের সুমিতের! পেলেন প্রধানমন্ত্রীর প্রশংসা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এশিয়ান গেমসের পর এবার এশিয়ান প্যারা গেমসেও চমক দেখাচ্ছেন ভারতের অ্যাথলিটরা। বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের জ্যাভেলিন থ্রোয়ার সুমিত আন্টিল।
আরও পড়ুন - এই স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ দেখলেই পেয়ে যাবেন বিনামূল্যে খাবার
চলতি বছরের শুরুতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৭০.৮৩ মিটার জ্যাভেলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন সুমিত। এবার নিজের রেকর্ডকেই ভাঙলেন তিনি। তৃতীয় থ্রোতে ৭৩.২৯ মিটার ছোঁড়েন সুমিত।
সুমিত আন্টিলের এই কীর্তিকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সোশ্যাল মিডিয়ায় মোদী লিখেছেন, "কী অবিশ্বাস্য সাফল্য! সোনা জিতেছে সুমিত এবং বিশ্ব রেকর্ড গড়েছে। এশিয়ান প্যারা গেমসের জ্যাভলিন থ্রোয়ে প্যারা এশিয়ান রেকর্ড এবং গেমস রেকর্ড গড়েছে। সুমিত সত্যিকারের একজন চ্যাম্পিয়ন। সুমিতের অসাধারণ পারফরম্যান্স ওর অদম্য স্পিরিট এবং দক্ষতারই পরিচায়ক। দেশ তোমার এই সাফল্যে গর্বিত।"