এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ২০২৪ এর আইপিএল নিলামে বলা যেতে পারে শিরোনামে থাকবে কলকাতা নাইট রাইডার্স। এবং তার মূল কারণ রেকর্ড মূল্যে অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ককে দলে নেওয়ার জন্য। এবং সেই রেকর্ড মূল্য হল ২৪.৭৫ কোটি টাকা। যা এখনো পর্যন্ত আইপিএলের নিলাম ইতিহাসে সর্বোচ্চ মূল্য। মিচেল স্টার্ক ছাড়াও আরো অনেক খেলোয়াড়কেই দেখা যাবে কেকেআর দলে। তাদের মধ্যে কেউবা পুরনো মুখ আবার কেউ বা নতুন মুখ। কারা তাঁরা? দেখে নেওয়া যাক।
বিদেশিদের মধ্যে মিচেল স্টার্ক বাদে দলে দেখা যাবে ক্যারিবিয়ান ক্রিকেটার সেরফেন রাদারফোর্ড, আফগান ক্রিকেটার মুজিব উর রহমান এবং ইংলিশ ক্রিকেটার গাস আটনিকসনকে। রাদারফোর্ডকে নেওয়া হয়েছে ১.৫ কোটি টাকার বিনিময়ে। মুজিবকে নেওয়া হয়েছে ২ কোটি টাকার বিনিময়ে এবং আটনিকসনকে নেওয়া হয়েছে ১ কোটি টাকার বিনিময়ে।
ভারতীয়দের মধ্যে মণীশ পান্ডে ফিরলেন দলে বেস মূল্য ৫০ লাখ টাকার এর বিনিময়ে। তিনি এই দলে আগে খেলার দরুন কেকেআর ভক্তদের কাছে তিনি পুরনো মুখ। এছাড়া ভারতীয় উইকেট কিপার কে এস ভরত দলে এলেন ৫০ লাখ টাকার বিনিময়ে। ভারতীয় সিনিয়র টিমের হয়ে টেস্টে উইকেট কিপিং করলেও তিনি কেকেআর দলের নতুন মুখ। এছাড়াও ভারতীয় দের মধ্যে বেস মূল্য ২০ লাখ টাকার বিনিময়ে নতুন মুখ হিসেবে দলে এসছেন সাকিব হোসেন, রমনদীপ সিং এবং অঙ্গক্রিশ রঘুবংশী।
আজকের নিলামে কেকেআর যে ইতিহাস সৃষ্টি করেছে তা বলাই বাহুল্য। তবে ক্রিকেট মহলে কিছু যে গুঞ্জন চলছে না, তা বলা ভুল। অনেক ক্রিকেট বিশেষজ্ঞদের মতে মিচেল স্টার্ককে এত টাকার বিনিময়ে কেনা উচিত হয়নি। তবে উচিত হয়েছে কি হয়নি তার অকাট্য প্রমাণ পাওয়া যাবে ২০২৪ এর আইপিএলে। কেমন পারফর্ম করবে কলকাতা নাইট রাইডার্স? জানতে মুখিয়ে আছে ক্রিকেট মহল।