২০২৪ এএফসি ফুটসল এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে কঠিন গ্রুপে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালা লামপুরে আসন্ন ২০২৪ এএফসি ফুটসল এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বিভাজন সম্পন্ন হয়। গ্রুপ 'ই' তে রয়েছে ভারতীয় দল। যেখানে তারা মুখোমুখি হবে শক্তিশালী তাজিকিস্তান, মায়ানমার এবং প্যালেস্তাইনের বিরুদ্ধে।
মোট ৩১ টি দল এই যোগ্যতা অর্জন পর্ব খেলবে। ৮ টি গ্রুপে এই ৩১ টি দলকে ভাগ করা হয়েছে যেখান থেকে প্রতিটি গ্রুপের বিজয়ী এবং ৭টি সেরা দ্বিতীয় স্থানে শেষ করা দল যোগ্যতা অর্জন করবে ২০২৪ এএফসি ফুটসল এশিয়ান কাপের। যোগ্যতা অর্জনকারী এই ১৫ টি দলের সাথে যোগদান করবে আয়োজক দেশগুলি।
গতবারের এএফসি ফুটসল এশিয়ান কাপের চ্যাম্পিয়ন জাপান রয়েছে গ্রুপ 'এইচ'-এ।