৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে এই দেশে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২০২৫ সালে হতে চলা ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২৫ সালের জুন-জুলাই নাগাদ এই ক্লাব বিশ্বকাপ আয়োজিত হবে। শুক্রবার ফিফা কাউন্সিলের এক অনলাইন বৈঠকে এই ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন - স্বপ্নপূরণের পর প্রথম জন্মদিনে বিশ্বজুড়ে সেলিব্রেশন, ৩৬ বছরে পা দিলেন লিও মেসি
৩২ দলের এই ক্লাব বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম ও অপারেশনসের বিষয়টিও পর্যালোচনা করে নেবে ফিফা। কারণ তার পরের বছর ২০২৬ সালে বিশ্বকাপ আয়োজিত হবে এখানেই।
কানাডা ও মেক্সিকোর সাথে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই কারণে প্রস্তুতির জন্য ক্লাব বিশ্বকাপের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের।
ইতিমধ্যেই এই বর্ধিত ক্লাব বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও চেলসি - যেহেতু তারা সাম্প্রতিক সময়ের চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী হয়েছিল।