পরিচয় লুকিয়ে বিনা পয়সায় অটোতে ঘুরলেন এই কেকেআর তারকা! তারপর কী হল?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৪। আর এবারের টুর্নামেন্টে বেশ ভালো শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। দুই ম্যাচে দুটিতে জিতে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে নাইটরা। তবে এরই মাঝে নাইট শিবিরের এক তারকা ঘটালেন এমন কান্ড, যা দেখে চমকে গিয়েছেন সকলে।
কলকাতা নাইট রাইডার্সের আফগান ওপেনার রহমনুল্লাহ গুরবাজ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যায়, বেঙ্গালুরুতে গুরবাজ নিজের পরিচয় লুকিয়ে মুখে মাস্ক পড়ে একটি অটোয় ওঠেন। এরপর গন্তব্যে পৌঁছনোর পর অটোচালকের সাথে দাম নিয়ে দর কষাকষি করেন গুরবাজ। সেই সময়ে অটোচালককে গুরবাজ জানান, তিনি তার টাকার ব্যাগ অফিসে ফেলে এসেছেন।
আরও পড়ুন - বিশাখাপত্তনমেই ১৯ বছর আগের স্মৃতি ফেরালেন ৪২ এর তরুণ ধোনি
তবে সে কথা শুনে রেগে তো যাননি, উলটে হাসিমুখে অটোচালকটি গুরবাজের কথা শোনেন। বরং উলটে গুরবাজের হাতে টাকাও তুলে দেন সেই অটোচালক। সেই ভিডিওর ক্যাপশনে গুরবাজ লিখেছেন, "গরীবদের মন সবথেকে বড় হয়। কোনও কারণ ছাড়াই বাকিদের সাহায্য করা এবং কোনওকিছু পাওয়ার আশা ছাড়াই দান করে। পৃথিবীর বুকে বসবাস করার বদলে তো এটাই প্রতিদান।"
বলা বাহুল্য, এবারের আইপিএলে আপাতত প্রথম একাদশে সুযোগ পাননি গুরবাজ। এরপর ৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে কলকাতা, যার জন্য বিশাখাপত্তনম উড়ে গিয়েছে নাইট ব্রিগেড। এখন দেখার, দিল্লির বিরুদ্ধে জিতে জয়ের হ্যাটট্রিক কী করতে পারবে কলকাতা?