এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: দলবদলের মরশুমে ইস্টবেঙ্গল এফসি স্প্যানিশ মিডফিল্ডার বোরজা হেরেরা গঞ্জালেজকে দলে নিয়েছে। হায়দ্রাবাদ এফসির সাথে তাঁর এক বছরের চুক্তি মে মাসের শেষের দিকে শেষ হয়। এরপরই ৩০ বছর বয়সী এই খেলোয়াড়কে এক বছরের চুক্তিতে লাল-হলুদ ব্রিগেড তাদের দলে অন্তর্ভুক্ত করেছে।
ইস্টবেঙ্গল বোরজাকে দলে নেওয়ার বিষয়ে ইমামি গ্রুপের শ্রী দেবব্রত মুখার্জি বলেন, “বোরজা আইএসএল-এর সবচেয়ে গুরত্বপূর্ণ একজন মিডফিল্ডার। তাঁর অভিজ্ঞতার ও গভীরতা আমাদের দলকে মাঠে এবং মাঠের বাইরে প্রচুর শক্তি জোগাবে।”
ইস্টবেঙ্গলের বিশাল ফ্যানবেস ও ডার্বি প্রসঙ্গে বোরজা বলেন, “হায়দ্রাবাদ এফসি-র সঙ্গে একটা ভালো মরশুমের পর আমি কলকাতায় যেতে চাই এবং লাল-হলুদ জার্সিতে খেলতে চাই। আমরা সবাই ইস্টবেঙ্গলের ইতিহাস সম্পর্কে অবগত, তাই যখন আমি এই ক্লাবের অংশ হওয়ার প্রস্তাব পেলাম, তখন আমাকে দুবার ভাবতে হয়নি।”
বোরজা আরও বলেন, “আমি কলকাতা ডার্বিতে খেলার জন্যও মুখিয়ে রয়েছি, আমি যা শুনেছি, এশিয়ার সবচেয়ে বড় ডার্বিগুলির মধ্যে এটি অন্যতম। আমি কোচ কার্লেস, ইমামি গ্রুপ এবং ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই আমার প্রতি বিশ্বাস দেখানোর জন্য।”
আরও পড়ুন: বাঙ্কারহিলের কর্তা টয়ামের হাত ধরে অন্যরূপে থাকছেন মহামেডানের সাথে
বোরজার দলে যোগ দেওয়া নিয়ে কোচ কার্লোস কুয়াদ্রাত জানান, "বোরজা আমাদের দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত মরশুমে হায়দ্রাবাদ এফসি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বোরজা। আমি নিশ্চিত যে ওর পারফরমেন্স আমাদের অনেক ভাবে সাহায্য করবে।"