এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন এই ভারতীয় তারকা!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন এশিয়া কাপে আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। এরপর আগামী ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে খেলবে তারা। কিন্তু এই দুই ম্যাচে খেলতে পারবেন না এই গুরুত্বপূর্ণ তারকা।
আরও পড়ুন - এশিয়া কাপের প্রস্তুতি শিবিরে চলে এলেন ঋষভ পন্থ!
সেই তারকা হলেন কেএল রাহুল। আর এই খবরটি জানান টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। বিসিসিআই একটি টুইট করে, যেখানে রাহুল দ্রাবিড় নিজের বিবৃতিতে জানান, "কেএল রাহুল দ্রুত সুস্থ হচ্ছেন, তবে পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে ভারতের প্রথম দুই ম্যাচে থাকবেন না।"
বেঙ্গালুরুর আলুরে প্রস্তুতি শিবিরের শেষ দিনে রাহুল দ্রাবিড় কেএল রাহুলকে নিয়ে বলেছেন, "যতদিন আমরা বাইরে রয়েছি, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি আগামী কয়েক দিন ওনাকে পর্যালোচনা করবে। আমরা ৪ সেপ্টেম্বর পুনরায় বিবেচনা করব আর তারপর সিদ্ধান্ত নেব। কিন্তু ইঙ্গিত ভালো দিকেই যাচ্ছে।"
আরও পড়ুন - এশিয়া কাপের জন্য ভারতীয় দলের প্রস্তুতিতে উঠে এল এই এই গুরুত্বপূর্ণ বিষয়
এর ফলে, কেবল সুপার ফোর পর্বে ভারতের হয়ে খেলতে পারবেন রাহুল। এক্ষেত্রে পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে খেলতে পারেন ইশান কিশান।