এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী মঙ্গলবার দুবাইয়ে আয়োজিত হবে আইপিএল ২০২৪ নিলাম। এই প্রথমবার দেশের বাইরে আইপিএল নিলাম আয়োজিত হবে। মোট ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করা হবে, যার মধ্যে ২১৫ জন আনক্যাপড খেলোয়াড়। এদের মধ্যে চলুন দেখে নিই এমন ৫ আনক্যাপড খেলোয়াড়, যারা এবারের নিলামে সব থেকে বেশি নজর কাড়বেন।
আইপিএলে অত্যন্ত পরিচিত নাম এই শাহরুখ খান। এর আগেও নিলামে নজর কেড়েছেন তামিল এই মারকুটে ব্যাটার। আইপিএল ২০২১-এ ৫.২৫ কোটি টাকায় শাহরুখকে কিনেছিল পাঞ্জাব কিংস। তারপরের বছরে ৯ কোটি টাকায় শাহরুখকে কেনে পাঞ্জাব। যদিও আইপিএলের তিন মরশুমে শাহরুখ সেভাবে নজর কাড়তে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। ফলে এবারের নিলামে শাহরুখকে নিতে আগ্রহ দেখাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
উত্তরপ্রদেশের এই প্রতিভাবান ডানহাতি পেসার এবারের নিলামে অনেক দলের টার্গেট হতে চলেছেন। এর আগে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেছেন ত্যাগী। আইপিএল ২০২২ নিলামে ৪ কোটি টাকা দিয়ে কার্তিককে কিনলেও মাত্র ৫টি ম্যাচ খেলায় হায়দরাবাদ। তবে বলকে দুই দিকে সুইং করতে পারা কার্তিক ত্যাগীকে নিতে আগ্রহী হবে ফ্র্যাঞ্চাইজিরা।
একজন মারকুটে ব্যাটার ও সিমার হিসেবে নজর কেড়েছেন তরুণ আর্শিন। দক্ষিণ আফ্রিকায় হতে চলা অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আর্শিন। সদ্য মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে ঈগলস নাসিক টাইটান্সের হয়ে শতরান করার জেরে সদ্য সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে সুযোগ পেয়েছিলেন আর্শিন। এরপর রুতুরাজ গায়কোয়াড়ের ডাকে চেন্নাই সুপার কিংসে ট্রায়ালের সুযোগ পান আর্শিন, কিন্তু অনুর্ধ্ব-১৯ জাতীয় শিবিরে ডাক পাওয়ায় সেখানে যেতে পারেননি তিনি। তবে আর্শিনের মত তরুণ অলরাউন্ডারকে পেতে আগ্রহী থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছেন তরুণ মুশির। সরফরাজ খানের ভাই মুশির একজন বোলিং অলরাউন্ডার, যিনি বাঁ হাতি স্পিনের পাশাপাশি মিডল অর্ডারে একজন উপযোগী ব্যাটার। আসন্ন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলে ডাক পেয়েছেন মুশির। খুব অবাক হবেন না যদি এবারের আইপিএল নিলামে বড়সড় দাম পান তিনি।
গত আইপিএল নিলামে নজর কেড়েছিলেন ভিভ্রান্ত। কলকাতা নাইট রাইডার্সের সাথে লড়াই করে শেষ অবধি ২.২০ কোটি টাকায় কাশ্মীরের এই ক্রিকেটারকে সই করিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও সেই মরশুমে একটিই মাত্র ম্যাচ খেলেছিলেন তিনি, যেখানে ৪৭ বলে ৬৯ রান করেছিলেন ভিভ্রান্ত। সদ্য বিজয় হাজারে ট্রফিতে মিজোরামের বিরুদ্ধে ১৪৪ ও উত্তরাখন্ডের বিরুদ্ধে ৮৩ রানের লড়াকু ইনিংস খেলেছেন ২৪ বছর বয়সী এই বাঁ হাতি ব্যাটার। প্রয়োজনে স্পিন বোলিং করা এই ব্যাটারকে নিতে আগ্রহী থাকবে একাধিক ফ্র্যাঞ্চাইজি।