UCL: রাউন্ড অফ ১৬-র শুরুতেই হোঁচট অ্যাটলেটিকো মাদ্রিদ-আর্সেনালের, বিপাকে বার্সা, ডর্টমুন্ড!

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক:- প্রত্যেক ফুটবলপ্রেমীর কাছেই চ্যাম্পিয়নস লীগ এক আলাদা অনুভূতি। একাধিক নাটকীয় মুহূর্তের সাক্ষী থেকেছে এই টুর্নামেন্ট। বলা যেতে পারে এটি বিশ্বের সবচেয়ে কঠিনতম ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের রাউন্ড অফ ১৬ র চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বুধবার। কাদের হল জয়, আর কারাই বা পরাজিত হলো? দেখে নিন ফলাফল এক নজরে।
এই মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাউন্ড অফ ১৬ র প্রথম লেগে মুখোমুখি হয়েছে ডাচ ক্লাব পিএসভি এবং জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। এই ম্যাচের ফলাফল হয়েছে ১-১। পিএসভির হয়ে পেনাল্টিতে গোল করেন লুক ডি জং এবং ডর্টমুন্ডের হয়ে গোল করেছেন মালেন।
আরও পড়ুন-মরশুম শেষে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছাড়ছেন টুখেল
অন্যদিকে বুধবারেই ইটালিয়ান ক্লাব ইন্টার মিলনের এর কাছে পরাজিত হয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। মার্কো আরানুটভিকের গোলে ১-০ ব্যবধানে প্রথম লেগে ঘরের মাঠে জয় ছিনিয়ে আনল মিলান।
অন্যদিকে পর্তুগিজ ক্লাব পোর্তোর কাছে পরাজিত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল। বলা যেতে পারে, ম্যাচের একদম শেষ মুহূর্তে গ্যালেনোর গোলে প্রথম লেগে জয় পেল পোর্তো। দুর্দান্ত ফর্মে থাকা আর্সেনালের এই পরাজয় চমকে দিয়েছে সকলকেই।
একই দিনে এই মরশুমে প্রথম লেগে মুখোমুখি হয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং ইটালিয়ান ক্লাব নাপোলি। ১-১ গোলের ব্যবধানে ম্যাচটি ড্র হয়েছে। ৬০ মিনিটের মাথায় বার্সেলোনার হয়ে গোল করেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। অন্যদিকে নাপোলির হয়ে ৭৫ মিনিটের মাথায় গোল শোধ করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর অশিমেন। স্বাভাবিকভাবেই চিন্তায় থাকবে জাভির বার্সেলোনা দল।