এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুইবারের ইউরোপ সেরা ক্লাব জুভেন্টাসকে আসন্ন মহাদেশীয় সকল টুর্নামেন্ট থেকে সরিয়ে দিল উয়েফা। এর ফলে আসন্ন উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের প্লে-অফ পর্ব খেলতে পারবে না জুভেন্টাস। তাদের পরিবর্তে খেলবে ফিওরেন্তিনা।
এর কারণ হিসেবে শুক্রবার উয়েফা জানিয়েছে, ভুয়ো আর্থিক হিসেব ও ফাইনান্সিয়াল ফেয়ার প্লে ভাঙার জন্য এই শাস্তি দেওয়া হয়েছে জুভেন্টাসকে। বলা বাহুল্য, এই একই কারণের জন্য কয়েক মাস আগে সিরি আ লিগে জুভেন্টাসের ১০ পয়েন্ট কাটা হয়েছিল।
আরও পড়ুন - মোহনবাগান ছেড়ে প্রতিপক্ষ দলে যাচ্ছেন আইএসএলের এই তারকা ফুটবলার
পাশাপাশি এফএফপির নিয়ম ভাঙার জন্য জুভেন্টাসকে ১০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে হবে উয়েফাকে। এবং আগামী মরশুমগুলিতে একই অপরাধ করলে আবারও ১০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে হবে জুভেন্টাসকে।
আরও পড়ুন - এশিয়ান গেমসে ভারতের অংশগ্রহণ নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
তবে উয়েফার এই শাস্তির বিরুদ্ধে কোনও আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে জুভেন্টাস। ক্লাবের ওয়েবসাইটকে দেওয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ক্লাব সভাপতি জিয়ানলুকা ফেরেরো।
গত লিগে ১০ পয়েন্ট কাটার কারণে নিশ্চিতভাবে প্রথম চারে শেষ করা থেকে বঞ্চিত হয় জুভেন্টাস। এর ফলে সপ্তম স্থানে শেষ করে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগে যোগ্যতা অর্জন করতে সক্ষম হয় ওল্ড লেডিরা।