এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক:- কলকাতা নাইট রাইডার্সের সফল অধিনায়কদের মধ্যে অন্যতম ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। অধিনায়ক হিসেবে দলকে দিয়েছেন দুটি আইপিএল কাপ। আসন্ন ২০২৪ আইপিএলে নাইট শিবিরে এবার মেন্টর পদে যোগ দিয়েছেন গম্ভীর। আইপিএল শুরু হওয়ার আগে দলকে ‘আইপিএল কোন বিনোদন নয়’ বলে সতর্ক করলেন তিনি।
গম্ভীরের মতে, “আইপিএল কোন বিনোদনের জায়গা নয়। বিনোদনই হোক বা বলিউডই হোক, দলে তারা যুক্ত থাকলেও এখানে জিততে হলে দরকার কঠিন লড়াইয়ের। আইপিএল কোন ছেলেখেলা নয়। নিজের সেরাটা দিয়ে খেলতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম কঠিন লীগ হল আইপিএল। সফলতা পেতে গেলে কঠিন পরিশ্রমের প্রয়োজন।” একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করতে মরিয়া কে এল রাহুল
গম্ভীর এও মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটের থেকেও কোন অংশে কম নয় আইপিএল। ২২ গজে নামতে গেলে অনেক চাপ সৃষ্টি হয়। যা প্রকৃতপক্ষে সামলানো কঠিন হয়ে পড়ে। তিনি বলেছেন, “ নাইট ভক্তরা দলের প্রতি প্রচণ্ডভাবে আবেগপ্রবণ। তাদের মুখে জয়ের হাসি ফোটাতেই হবে। অতীতে অনেক দলে থাকলেও কেকেআরের মত অমন ভক্তকুল আমি দেখিনি। দলের খারাপ সময়েও যথেষ্ট সমর্থন করেছেন তারা। অবশ্যই তার প্রতিদান ফিরিয়ে দেওয়া উচিত।”
আরও পড়ুন- আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল ধোনি বাহিনী
আগামী ২৩ শে মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। নয়া দায়িত্বে কতটা সফলতা আনতে পারেন গম্ভীর, তাই দেখতে মুখিয়ে নাইট ভক্তরা।